এলেন, দেখলেন এবং ভেট্টোরির বিশ্বাসের প্রতিদান দিলেন
প্রকাশিত: ১৭ মে ২০২২ ০৭:২৫

নট আউট ডেস্কঃ বছর দুই আগে তৎকালীন টাইগার বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন স্পিনার নাঈম হাসানকে নিয়ে। এই স্পিনারকে নিয়ে কথা বলতে গিয়ে, কিউই কিংবদন্তি নাঈমকে তুলনা করেছিলেন অজি স্পিনার ন্যাথান লায়নের সঙ্গে। দারুণ সম্ভাবনাময় এই স্পিনারের মাঝে তিনি লায়নের ছায়া খুঁজে পেয়েছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'নাঈম সত্যিই দারুণ স্পিনার, খুবই চিত্তাকর্ষক।’
অবশ্য নাঈম হাসান ভেট্টোরির নজরে আসার আরও আগেই এসেছিলেন সবার নজরে। নিজের অভিষেক টেস্টেই সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে পাঁচ উইকেট নিয়ে। এরপর দেশের হয়ে খেলেছিলেন গুটিকয়েক ম্যাচ। তারপর কোন এক অজানা কারণেই বাদ পড়েছিলেন জাতীয় দলের স্কোয়াড থেকে। সাথে দুর্ভাগ্যও সঙ্গী হয়েছিল এই স্পিনারের।
জাতীয় দলে থিতু হওয়া স্পিনার মেহেদী হাসান মিরাজের সঙ্গে লড়াইয়ে পেরে উঠতে পারেনি নাঈম। দু'জনে ডানহাতি অফ-স্পিনার হলেও মূলত বাঁধ সাজে দু'জনের ব্যাটিংটাই। ব্যাটিংয়ে নাঈমের চাইতে যোজন যোজন এগিয়ে ছিলেন মিরাজই। এরপর পড়েন দল থেকেই বাদ। তারপর মাসের পর মাস নাঈম ছিলেন জাতীয় দলেরই বাইরে। চলমান শ্রীলঙ্কা সিরিজেও দর্শক হয়েই থাকার কথা ছিল তার। তবে, ডিপিএলে পাওয়া মিরাজের আকস্মিক চোটে ভাগ্য খুলে যায় নাঈমের।
অবশেষে দীর্ঘ ১৫ মাস পর সাদা পোশাকে রঙিন স্বপ্ন নিয়েই মাঠে নামেন নাঈম। সুযোগ পেলে কীভাবে সেটা লুফে নিতে সেটাই যেন প্রমাণ করেছেন এই স্পিনার। সাগরিকার ব্যাটিং স্বর্গে নাঈম রীতিমতো দেখিয়েছেন ভেল্কি। যেন, এলেন দেখলেন আর জয় করলেন। ক্যারিয়ার সেরা বোলিংয়ে প্রথম ইনিংসে ফিরিয়েছেন লঙ্কান ছয় ব্যাটারকে। সফরকারীদের চারশোর আগে গুটিয়ে দেওয়ার সম্মুখ এই যোদ্ধা, দিয়েছেন টাইগারদের লড়াইয়ের রশদটা।
চট্টগ্রাম টেস্টর প্রথম দিন থেকেই বল হাতে সফল ছিলেন চট্টগ্রামেরই ছেলে নাঈম হাসান। দিনের শুরুতেই দুর্দান্ত ছন্দে থাকা লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নকে ফিরিয়ে করেন যার শুরুটা। এরপর ওশাদা ফার্নান্দোও কাটা পড়েন নাঈমের ফাঁদে। প্রথম দিনে আর কোন উইকেট না পেলেও লঙ্কানদের রেখেছিলেন ক্রমাগত চাপে।
দ্বিতীয় দিনের শুরুতেই ফের দৃশ্যপটে এই লোকাল হিরো। দিনেশ চান্দিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথুসের জুটি ততক্ষণে জমে উঠেছিল বেশ, দুই অভিজ্ঞের ব্যাটে রান পাহাড়ের দিকেই ছুটছিল সফরকারীরা। তবে এদিনও ফের বাংলাদেশের ত্রাতার ভূমিকায় নাঈম। হাফ সেঞ্চুরিয়ান চান্দিমালকে ফিরিয়ে শুরু করেন ধ্বংসযজ্ঞ। এরপর নিরোশান ডিকভেলাকেও বোল্ড করেন এই অফ স্পিনার। আসিথা ফার্নান্দোকে ফিরিয়ে পূর্ণ করেন ইনিংসে নিজের পাঁচ উইকেট।
মাত্র আট টেস্টের ক্যারিয়ারে এই নিয়ে তৃতীয়বারের মতো ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন নাঈম। এরপরেই এই স্পিনার লঙ্কানদের দিয়েছেন বড় ধাক্কাটা। যেই ধাক্কাতেই দ্বিতীয় দিন শেষে ব্যাকফুটে এখন সফরকারীরা। লঙ্কানদের হয়ে গত দুই দিন লড়াই করা অ্যাঞ্জেলো ম্যাথুস তখন ছুটছিলেন ডাবল সেঞ্চুরির দিকেই। এর আগে ক্যারিয়ার একবার ডাবল সেঞ্চুরি হাঁকানো! ম্যাথুসের সামনে এদিনও সুযোগ ছিল ডাবল ছোঁয়ার।
দ্বিশতকের সামনে দাঁড়িয়ে থাকা অ্যাঞ্জেলো ম্যাথুসকে এদিন হতাশায় পুড়িয়ে নাঈম করে ফেলেন ক্যারিবীয় সেরা বোলিংটাই। মাত্র এক রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করা ম্যাথুসকে ফিরিয়ে লঙ্কানদের প্রথম ইনিংসের ইতি ঘটানোর কাজটাও সারেন নাঈম। আর তাতেই প্রথম দলীয় দলীয় চারশো (৩৯৭) পার করার আগেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। দিনশেষে দুই ওপেনার তামিম-জয়ের আনবিটেন ব্যাটিং তৃতীয় দিনে দারুণ কিছুর ইঙ্গিতই দিচ্ছে।
-নট আউট/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: