ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

‘১৫' মাস পর দলে ফিরে, '২৭’ মাস পর পেলেন 'ফাইফার’

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০২২ ০৯:৪৪

চট্টগ্রাম টেস্টে পাঁচ উইকেট পেয়েছেন নাঈম হাসান। ফাইল ছবি চট্টগ্রাম টেস্টে পাঁচ উইকেট পেয়েছেন নাঈম হাসান। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ টাইগার স্পিনার নাঈম হাসানের টেস্ট ক্যারিয়ারটা খুব একটা সম্মৃদ্ধ নয়। ছোট এই ক্যারিয়ারেই দেখে ফেলেছেন উত্থান পতনের সবটাই। অথচ দারুণ কীর্তিতে টেস্টের আঙিনায় পদার্পণ হয়েছিল চট্টলার এই স্পিনারের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের অভিষেক টেস্টে বিশ্বের কনিষ্ঠতম বোলার হিসেবে নিয়েছিলেন পাঁচ উইকেট। এরপর জিম্বাবুয়ের বিরুদ্ধে আরও একবার পেয়েছিলেন পাঁচ উইকেটের স্বাদ।

পরের গল্পটা অবশ্য হতাশার। পড়েছিলেন চোটে, সেরে উঠতেই বিশ্বব্যাপী করোনার হানা। করোনা পরবর্তী সময়ে বাংলাদেশ মাঠে ফিরলেও নাঈম আর পারেননি নিজেকে মেলে ধরতে। অতঃপর দল থেকে জায়গাটা হারালেন এই স্পিনার। এরপর কেটেছে দীর্ঘ ১৫ মাস। বাংলাদেশের টেস্ট স্কোয়াডে ব্রাত্যই থেকে গেলেন নাঈম হাসান। চলমান শ্রীলঙ্কা সিরিজের দলেও শুরুতে হয়নি জায়গা। তবে, মিরাজের সর্বনাশটা যেন আর্শীবাদ হয়ে আসে নাঈমের জন্য।

ডিপিএলে পাওয়া মিরাজের আকস্মিক চোটে ভাগ্য খুলে নাঈমের। আর প্রত্যাবর্তনের টেস্টেই নিজের জাত চেনাতে করেননি ভুল। ফেরার ম্যাচেই দীর্ঘ ২৭ মাস পর ফাইফার নেওয়ার সঙ্গে নাঈম করলেন ক্যারিয়ার সেরা বোলিং। গুনে গুনে তুলেছেন লঙ্কানদের ছয়খান উইকেট। 

নাঈমের সাঁড়াশি আক্রমণে সফরকারী শ্রীলঙ্কা চারশর আগেই হয়েছে অলআউট। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে দুই উইকেট পাওয়ার পর, নাঈম এদিন পেয়েছেন আরও চারটি উইকেট। সাগরিকার ব্যাটিং স্বর্গে ছয় উইকেট। নিঃসন্দেহে নাঈমের ক্যারিয়ারে দিয়েছেন ভিন্ন মাত্রা। দ্বিতীয় দিনের খেলা শেষে এই অফ-স্পিনার সেটা স্বীকার করলেন অকপটেই। এগিয়ে রাখলেন তাই ক্যারিয়ার সেরা বোলিং স্পেলটাকে।

দ্বিতীয় দিনের খেলা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাঈম বলেন, ‘আসলে এগিয়ে রাখা বলতে..., সব পাঁচ উইকেটই তো অন্যরকম। বিশেষত এটা খুব ভালো উইকেটে পাঁচ উইকেট পেয়েছি, এজন্য একটু এগিয়ে রাখবো।’

জোরের উপর বল করেই পেয়েছেন সফলতা। নিজের বোলিং পরিকল্পনা জানাতে গিয়ে তিনি বলেন, ‘আসলে এই উইকেটে চিন্তা ছিল ভালো জায়গায় বোলিং করা। বেশি ফ্লাইট দিলেও তো সমস্যা। আমি চেষ্টা করেছি ফ্লাইট দেওয়ার। গতকাল একটু ফ্লাইট দিয়েছিলাম। আজকের লক্ষ্য ছিল ভালো জায়গায় জোরের ওপর বল করা।’

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।