তামিমের অভাব পূরণে কর্তাদের ভাবনায় বিজয়
প্রকাশিত: ১৮ মে ২০২২ ০২:২৭

বাংলাদেশ ক্রিকেট দলে তামিমের ভূমিকা নতুনভাবে বিশ্লেষণ করার কিছু নেই৷ তবে তর্কের খাতিরে কেউ করলেও সেটি মূখ্য নয়৷ ক্যারিয়ারের শুরু থেকে উত্থান-পতনের সংমিশ্রণে খুঁটি হয়ে সামলিয়েছেন ওপেনিংয়ে গুরু দায়িত্ব৷ তামিম অলিখিতভাবে বিদায় বলছেন সংক্ষিপ্ত ফরম্যাটকে৷ কেন, কি কারনে দেশসেরা ওপেনারের এমন সিদ্ধান্ত তা আপাতত আলোচনা না করলেও চলবে৷ তবে যারা অবগত নয় তাদের জন্য ছোট করে বলাই যায়৷ মূলত অভিমান, সম্মান না পাওয়ার কষ্ট৷
প্রকৃতি শূণ্যস্থান পছন্দ করে না৷ ক্রিকেটেও শূণ্য জায়গা পূরণের বিকল্প নেই৷ তাই তামিমের না থাকাতে এনামুল হক বিজয়কে নিয়ে ভাবছেন বিসিবি কর্তারা তা স্পষ্ট জালাল ইউনুসের কথায়৷
বিসিবির গুরুত্বপূর্ণ পদে থাকা জালাল ইউনুস জানান, উইন্ডিজ সফরে টি-টুয়েন্টি ও ওয়ানডে স্কোয়াডে রাখা হবে এনামুল বিজয়কে৷
গত কয়েকদিন ধরেই গুঞ্জন উইন্ডিজ সফরের দলই মূলত বিশ্বকাপের দল৷ সেই হিসেব অনুযায়ী বিশ্বকাপে ওপেনার হিসেবে দেখা মিলবে বিজয়ের৷
তামিমের অবর্তমানে যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারেনি কেউই৷ নাঈম শেখ ধারাবাহিকভাবে রান করলেও অতিরিক্ত বল খেলায় দল পরেছে চাপে৷ সর্বশেষ আফগানিস্তান সিরিজে মুনিম শায়রিয়ারের উপর আস্থা রাখলেও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এই ডানহাতি ব্যাটার৷ তাই ডিপিএলে দূরন্ত পারফরম্যান্স করা বিজয় পছন্দের তালিকায় সবার উপরেই৷
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: