এই গরমে টিকে থাকা কঠিন, তামিম প্রসঙ্গে সিডন্স
প্রকাশিত: ১৮ মে ২০২২ ০৮:০৫

নট আউট ডেস্ক: ব্যাট হাতে শুরুতে তামিমকে দেখা নিশ্চিতভাবেই অনেক বেশি স্বস্তির৷ দীর্ঘ সময়ের ক্যারিয়ারে অনেক আগেই এই বামহাতি ব্যাটার প্রমাণ করেছেন নিজের সামর্থ্য৷ নতুনভাবে শুধুই রেকর্ড গড়া কাজ তামিমের৷ সেই পথেই হাটছেনও তামিম৷ তিন বছর টেস্টে সেঞ্চুরি না থাকলেও ঘরের মাঠে করেছেন দাপুটে শতক৷
তামিম যখন টেস্ট ক্যারিয়ারে পাঁচ হাজার রান করার দিকে ছুটছেন তখনই বিপত্তি বাঁধে অস্বস্তি৷ পেশিতে টান লাগার কারনে তৃতীয় দিনের লাঞ্চের পর নামা হয়নি ব্যাট হাতে৷
তামিমের পেশিতে টান লাগার বিষয়ে সিডন্স জানান, ‘২ দিন মাঠে থাকার পর সে যেভাবে ব্যাটিং করেছে- দারুণ। এই গরমে রানিং বিটুইন দ্যা উইকেট করতে হয়েছে। এভাবে শরীরে শক্তি ধরে রাখা কঠিন। এসি রুম ছেড়ে মাঠে যান, বুঝতে পারবেন কতটা গরম, কীভাবে এই গরম আপনাকে পানিশূন্য করে দেবে।’
তামিম মাঠে না নামলেও তার দেখানো পথে দলকে এগিয়ে নিয়েছে মুশফিকুর রহিম ও লিটন দাস৷ দুজনেই তুলে নিয়েছেন অর্ধশতক৷ তবে দলের সেরা ব্যাটারের সমস্যায় অসহায়ত্ব ফুটে উঠেছে ব্যাটিং কোচ জেমি সিডন্সের মাঝে৷ তিনি আশা করেন দ্রুত সুস্থ হয়ে আবার ফিরবেন মাঠে৷
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: