রিভার্স সুইপের সঙ্গে বিচ্ছেদ, শতক হাকালেন মুশফিক
প্রকাশিত: ১৯ মে ২০২২ ০১:০৫

নিজস্ব প্রতিবেদক: ক্যারিয়ারের শুরু থেকে ভরসার প্রতিক হয়ে রয়েছেন মুশফিকুর রহিম৷ যত অভিজ্ঞ হয়েছেন একদিকে হাসিয়েছেন পুরো দেশকে অপরদিকে রিভার্স সুপাইয়ের প্রেমে হতাশ করেছেন ভক্তদের৷ একটা সময় ছিল যখন মুশফিককে ব্যাট হাতে দেখা ছিল স্বস্তির এখন কিছুটা ভয়ের৷ তবে শ্রীংলকার বিপক্ষে চলমান টেস্টে শতক হাকিয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার৷
বাংলাদেশ ইনিংসে যে পথ দেখিয়েছেন তামিম-জয় জুটি সেই দেখানো পথে লিটনকে সঙ্গে নিয়ে এগিয়েছেন মুশফিক৷ বাংলাদেশও নিয়েছে লিড৷ যদিও মাঝের সময় হতাশ করেছেন শান্ত ও কাপ্তান মুমিনুল৷ লিটনের বিদায়ের পর ফিরে এসে তামিম খুলতে পারেননি নতুন করে রানের খাতা, অসময়ে আউট হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান৷ তবে থিতু হয়ে মাঠে আছেন মুশি৷
লঙ্কানদের বিপক্ষে টেস্ট শুরুর আগে কোচ রাসেল ডমিঙ্গো মুশফিক প্রসঙ্গে বলেছিলেন, সে রিভার্স সুইপে দক্ষ৷ তবে সেটি খেলতে হবে উপযুক্ত সময়৷ গুরুর কথা মেনে খেলেননি পছন্দের শর্ট৷ যদিও খালি চোখে ছিল অনেক উপযুক্ত সময়৷
ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে সাদা পোষাকে জয়ের কোন সুখস্মৃতি নেই টিম টাইগারের৷ জয় পেতে মরিয়া পুরো বাংলাদেশ৷ নতুন করে পড়ন্ত বিকেলে গুছিয়ে নেবেন যেমনটা দলের স্বার্থে প্রিয় শর্টকে বাতিলের খাতায় রাখলেন মুশফিক৷
প্রথম টেস্টে বড় মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক৷ প্রথম বাংলাদেশী ব্যাটার হিসেবে করেছেন ৫ হাজার রান৷ এছাড়া আশরাফুলকে টপকিয়ে শ্রীলংকার বিপক্ষে রান সংগ্রাহকের তালিকায় উঠেছেন সবার উপরে৷
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: