চা বিরতি, বাংলাদেশের লিড ৩৯
প্রকাশিত: ১৯ মে ২০২২ ০১:২৭

স্পেশাল করেসপন্ডেন্টঃ চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের চা বিরতি হয়ে গেছে। ৬ উইকেটে ৪৩৬ রান তুলে চা পানের বিরতিতে গিয়েছে বাংলাদেশ দল। টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করা মুশফিকুর রহিম ১০৪ রানে ১০৪ এবং নাঈম হাসান ৪ রানে অপরাজিত আছেন। ৩৯ রানের লিড পেয়েছে বাংলাদেশ দল।
বুধবার দ্বিতীয় সেশনটা ভালো কাটেনি স্বাগতিকদের। সেশনের প্রথম বলেই কাসুন রাজিথার শিকার হয়েছেন লিটন দাস। সেঞ্চুরি মিস করেছেন তিনি। অফ স্ট্যাম্পের অনেক বাইরের নীরিহ বলে ব্যাট চালিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন লিটন। তিনি ৮৮ রান করেন।
ঠিক পরের বলেই তামিম ইকবালকে বোল্ড করেছেন রাজিথা। ঠিক যেন মুমিনুলের আউটের দৃশ্যটার পুনঃমঞ্চায়ন। রাজিথার ভেতরে ঢোকা বলে ড্রাইভ খেলার চেষ্টা করেছেন তামিম। বল তার ব্যাট, প্যাডের ফাঁক গলিয়ে স্ট্যাম্প ভেঙে দেয়। রাজিথা হ্যাটট্রিক হয়তো পাননি। তবে ২ বলে ২ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে ম্যাচ ফেরান। তামিম ১৩৩ রান করেন।
দ্রুত রান তোলার চেষ্টা করেছিলেন সাকিব আল হাসান। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। আসিথার শিকার হয়ে ২৫ রানে ফিরেছেন তিনি।
অপরপ্রান্তে সেঞ্চুরির অপেক্ষায় থাকা মুশফিক যেন উইকেটে পড়েছিলেন। খুবই ধীরে ধীরে সেঞ্চুরির পথে এগিয়েছেন তিনি। চা বিরতির কিছুক্ষণ আগে অষ্টম সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক। বাংলাদেশের সর্বোচ্চ ১১টি সেঞ্চুরি মুমিনুলের, ১০ তামিমের।
-নট আউট/এমজেএ/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: