ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

রোমাঞ্চকর পঞ্চম দিনের অপেক্ষায় চট্টগ্রাম টেস্ট

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০২২ ০৪:২৬

চট্টগ্রাম টেস্ট জিততে লঙ্কানদের দ্রুতই করতে হবে অলআউট। ছবিঃ বিসিবি চট্টগ্রাম টেস্ট জিততে লঙ্কানদের দ্রুতই করতে হবে অলআউট। ছবিঃ বিসিবি

নট আউট ডেস্কঃ চট্টগ্রাম টেস্টের তিন দিন শেষেও ম্যাচের কূলকিনারা আন্দাজ করা যাচ্ছিল না। তবে চর্তুথ দিনে বাংলাদেশের মন্থর ব্যাটিংয়ে অনেকটা নির্ধারণ করে দিয়েছে ম্যাচের গতিপথ। অবিশ্বাস্য কিছু না হলে ড্রয়ে'ই শেষ হতে যাচ্ছে চট্টগ্রাম টেস্ট। যদিও চর্তুথ দিনের শেষ বিকেলে লঙ্কানদের দুই উইকেট তুলে নিয়ে চট্টগ্রাম টেস্টে ভিন্ন মাত্রা দিয়েছে বাংলাদেশের বোলাররা।

লিটন দাসের ১২ রানের জন্য শতক মিসের আক্ষেপে পোড়ার দিনে, দারুণ কীর্তিতে শতক তুলে নিতে মিস করেননি মুশফিকুর রহিম। তবে মন্থর গতির ব্যাটিং প্রথম ইনিংসে বাংলাদেশকে এনে দিতে পারেনি বড় লিড। তামিম-মুশফিকের জোড়া শতকে প্রথম ইনিংসে স্বাগতিকরা পেয়েছে ৬৮ রানের লিড। জবাবে, চর্তুথ দিনের শেষ বিকেলে লঙ্কানরা তুলেছে ৩৯ রান। হারিয়েছে ওপেনার ওশাদা ফার্নেন্দো ও লাসিথ এম্বুলদেনিয়ার উইকেট। পিছিয়ে এখনও ২৯ রানে।

চট্টগ্রামে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা ৩৯৭ রানের জবাবে, তৃতীয় দিন শেষে বাংলাদেশ সংগ্রহ করেছিল ৩ উইকেটে ৩১৮ রান। তৃতীয় দিনেই দিনই হাফ সেঞ্চুরি তুলে অপরাজিত থাকা মুশফিকুর রহিম ও লিটন দাস শুরু করেন চর্তুথ দিনের খেলা। দিনের শুরুতেই এদিন দারুণ এক মাইলফলক স্পর্শ করেন মুশফিকুর রহিম। ব্যাক্তিগত ৬৮ রানের মাথায় বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে পূর্ণ করেন ৫ হাজার।

দারুণ কীর্তি গড়ার দিনে মুশফিক ছুটছিলেন শতকের দিকেই। এদিকে তাকে যোগ্য সঙ্গ দেওয়া লিটন দাসও ছুটছিলেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরির দিকে। এর মাঝেই দু'জন মিলে গড়েন দেড় শতাধিক রানের জোট। যদিও দিনের প্রথম সেশনে দু'জনই খেলেছেন দেখেশুনে। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশ কোন উইকেট না হারালেও ২৮ ওভার ব্যাট করে তুলতে পারে মাত্র ৬৭ রান। শেষ পর্যন্ত ৩ উইকেটে ৩৮৫ রান তুলে লাঞ্চে যায় লিটন ও মুশফিক। 

মধ্যাহ্ন বিরতি থেকে ফিরেই প্রথম বলে ক্যাচ তুলে বিদায় নেন লিটন দাস। আর তাতেই সেঞ্চুরির দোরগোড়ায় থাকা লিটনের আক্ষেপের সঙ্গী হয় মাত্র ১২ রান। ব্যক্তিগত ৮৮ রানের মাথায় কাসুন রাজিথার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েন ফিরেন লিটন। পরের বলেই ফিরেন সেঞ্চুরিয়ান তামিম ইকবাল। পেশির চোটে আগের দিন ব্যাক্তিগত ১৩৩ রানের মাথায় রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছেড়েছিলেন তামিম। এদিন সেই ১৩৩ রানেই কাসুন রাজিথার বলে বোল্ড হয়ে ফিরেন তিনি। 

লিটন-তামিমের বিদায়ে বেশ বড় ধাক্কাই খায় বাংলাদেশ। এরপর সাকিব নেমেই দ্রুত তোলার চেষ্টা করেন। তবে পারেননি থিতু হয়ে ইনিংস লম্বা করতে। আসিথা ফার্নান্দোর বলে ২৬ রান করে ক্যাচ দেন উইকেটের পেছনে। এরপর নাঈম হাসানকে নিয়ে মুশফিক পূর্ণ করেন টেস্টে নিজের অষ্টম শতক। তবে এরপরেই সাজঘরে ফিরেন মুশফিক। ২৮২ বলে ১০৫ রানে লাসিথ এম্বুলদেনিয়াকে সুইপ করতে গিয়ে ফিরেন সাজঘরে। 

শেষ দিকে তাইজুল ইসলাম-নাঈম হাসানদের দৃঢ়তায় বাংলাদেশের লিড ছাড়ায় পঞ্চাশ। তাইজুল করেন ২০ রান, নাঈমের ব্যাট থেকে আসে ৯ রান। এরপর পেসার শরিফুল ইসলাম হাতে ব্যথা পেয়ে রিটায়ার্ড আউট হলে ইনিংস শেষ হয় বাংলাদেশের। তাতেই বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৪৬৫ রানে। ফলে ৬৮ রানের লিড পায় বাংলাদেশ। 

শ্রীলঙ্কার পক্ষে ৪ উইকেট শিকার করেন বিশ্ব ফার্নান্দোর কনকাশন বদলি হিসেবে খেলতে নামা পেসার কাসুন রাজিথা। এছাড়া ৩ উইকেট নেন আরেক আসিথা ফার্নান্দো। 

৬৮ রানে পিছিয়ে থাকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা দেখে শুনেই করেন লঙ্কান দুই ওপেনার। তবে চর্তুথ দিনের গোধূলি লগ্নে এসেই খেই হারান এই দুই ওপেনারই। আর তাতেই রান আউটে কাটা পড়ে ব্যাক্তিগত ১৯ রানে সাজঘরে ফিরেন ওশাদা ফার্নেন্দো। এরপর নাইটওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নামা লাসিথ এম্বুলদেনিয়াকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেন অধিনায়ক দিমুথ করুনারত্নে। তবে দিনের শেষ বলে এম্বুলদেনিয়াকে বোল্ড করে পঞ্চম দিনের জন্য রসদ জমিয়ে মাঠ ছাড়েন তাইজুল ইসলাম। 

শেষ পর্যন্ত চর্তুথ দিন শেষে লঙ্কানদের সংগ্রহ ২ উইকেটে ৩৯ রান৷ অধিনায়ক দিমুথ করুনারত্নে অপরাজিত আছেন ১৮ রান করে। বাংলাদেশের পক্ষে একটি উইকেট নেন স্পিনার তাইজুল ইসলাম।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।