ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

পাঁচ হাজার নয়, জয়ের প্রতি চাওয়া দশ হাজার রান

নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০২২ ০৫:৩৩

মাহমুদুল হাসান জয়৷ ছবি সংগৃহীত মাহমুদুল হাসান জয়৷ ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক: বাংলাদেশের ক্রিকেট দলে কম বয়সে বড় আস্থা মাহমুদুল হাসান জয়৷ যুব দলে রঙিন পোষাকে দুর্দান্ত করলেও জাতীয় দলে সুযোগ হয়েছে আভিজাত্যের ফরম্যাটে৷ তবে সবেচেয় কঠিন সংস্করণেও মানিয়ে নিতে খুব একটা কষ্ট হচ্ছে না তা ব্যাট হাতে বুঝাচ্ছেন দাপটের সাথেই৷ মাদিবার রাষ্ট্রে শতক হাকানোর পর ঘরের মাঠে তামিমের সাথে গড়েছেন নতুন রেকর্ড৷ তামিমকে নিয়ে ভেঙ্গেছেন ৫ বছর আগের তামিম-সৌম্যের জুটি৷

আগের দিনই আভাস ছিল মুশফিকুর রহিমই প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজারের মাইলফলক স্পর্শ করছেন। বাংলাদেশ দলের ম্যানেজার নাফীস ইকবাল তাই একটি কেক আনিয়ে রেখেছিলেন। দিনের খেলা শেষে ড্রেসিংরুমে কেক কেটে উদযাপনের সময় দলের সবচেয়ে তরুণ মাহমুদুল হাসান জয়কে বড় ডেকে মুশফিক শুনিয়েছেন বড় আশাবাদের কথা।

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে নামার আগে ৫ হাজারে যেতে ৬৮ রান দূরে ছিলেন মুশফিক। সেটা পেরিয়ে তিনি করেন ১০৫ রান। দেশের হয়ে স্পর্শ করেন অনন্য মাইলফলক।

দিনের খেলার পর ড্রেসিংরুমে দলের সবাই মিলে কেক কাটেন। মুশফিক প্রথমে তরুণ জয়কে ডেকে কেক খাওয়ান এবং তখন তাকে শোনান বড় আশাবাদের কথা, 'পাঁচ হাজার না, দশ হাজার করবি।'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।