শরিফুলকে ছাড়াই ঢাকা টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
প্রকাশিত: ১৯ মে ২০২২ ২৩:২২

নট আউট ডেস্কঃ সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে থাকা প্রায় সবাইকে রাখা হয়েছে ঢাকা টেস্টের দলে। একমাত্র পরিবর্তন এসেছে পেস বোলিং ডিপার্টমেন্টে। বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলাম।
চলমান চট্টগ্রাম টেস্টে হাতের চোটে পড়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তাই অনুমেয়ভাবেই ঢাকা টেস্টের দলে নেই তিনি। তবে শরিফুলের পরিবর্তে দলে ডাকা হয়নি কাউকে। ফলে, বাংলাদেশের স্কোয়াডে সদস্য সংখ্যা কমে দাঁড়িয়েছে এখন ১৬জনে।
চলতি টেস্টে শরিফুলের সঙ্গে দলে ছিলেন আরেক পেসার খালেদ আহমেদও। এছাড়া স্কোয়াডে আছেন এবাদত হোসেন, রেজাউর রহমান রাজা ও শহিদুল ইসলামরা। শরিফুল বাদেও স্কোয়াডে চার পেসার থাকায় নতুন করে কাউকে নেওয়ার প্রয়োজন মনে করছেন না নির্বাচকরা।
এই প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘স্কোয়াডে আমাদের খেলানোর মতো চারজন পেসার আছে। এই মুহূর্তে কাউকে নেওয়ার প্রয়োজন অনুভব করছি না। যদি টিম ম্যানেজমেন্টের পরবর্তীতে কাউকে প্রয়োজন হয়, তখন নেওয়া হতে পারে।’
আগামী ২৩ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট।
দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, এবাদত হোসেন, শহীদুল ইসলাম ও রেজাউর রহমান।
-নট আউট/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: