সাগরিকায় ড্রয়ের সুর, শ্রীলঙ্কার লিড ১৩৭
প্রকাশিত: ২০ মে ২০২২ ০০:৫৫

স্পেশাল করেসপন্ডেন্ট: চট্টগ্রাম টেস্টে ফলাফলের সম্ভাবনা ক্রমেই ফিকে হয়ে যাচ্ছে। দ্বিতীয় শ্রীলঙ্কার ব্যাটিং দৃঢ়তায় ড্রয়ের দিকে হাঁটছে সিরিজের প্রথম টেস্ট। বৃহস্পতিবার চা বিরতিতে যাওয়ার আগে দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের সংগ্রহ ৬ উইকেটে ২০৫ রান। ১৩৭ রানের লিড পেয়েছে সফরকারী দল। দিনেশ চান্দিমাল ১৪ ও নিরোশান ডিকওয়েলা ৩২ রানে অপরাজিত আছেন।
ম্যাচের মাত্র এক সেশন বাকি রয়েছে। ওভার বাকি আছে ৩৩। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে এখনও ৪ উইকেট রয়েছে। শেষ সেশনে তাদেরকে অলরাউট করে জয়ের গন্তব্যে যাওয়া টাইগারদের জন্য কঠিন কর্ম বটে। বাংলাদেশের জয়ের সুযোগ প্রায় শেষই বলতে হবে।
যদিও আজ ম্যাচের পঞ্চম দিনে বাংলাদেশকে জয়ের আশা দেখিয়েছিল তাইজুল ইসলামের বোলিং। তার ঘূর্ণিতে চাপে পড়েছিল লঙ্কানরা। ৬৪ রানে ৪ উইকেট নিয়েছেন তাইজুল।
১২৮ রানে ৪ উইকেট হারিয়ে লাঞ্চে গিয়েছিল শ্রীলঙ্কা। লাঞ্চের পরপরই দিমুথ করুনারত্নে তাইজুলের শিকার হন। দারুণ ক্যাচ নেন মুমিনুল। পরে ধনাঞ্জয়া ডি সিলভাকে ফেরত পাঠান সাকিব। ক্যাচ ধরেন মুশফিক। করুনারত্নে ৫২, ধনঞ্জয়া ৩৩ রান করেন।
১৬১ রানে ৬ উইকেট পতনের পর দলের হাল ধরেন চান্দিমাল ও ডিকওয়েলা। ৪৪ রানের জুটি গড়ে তারা অবিচ্ছিন্ন রয়েছেন।
-নট আউট/এমজেএ/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: