ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

ক্যারিবিয়ানেও টেস্টে নেই তাসকিন-শরীফুল

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২০ মে ২০২২ ০৩:২০

ইনজুরিতে তাসকিন ও শরিফুল ৷ ছবি সংগৃহীত ইনজুরিতে তাসকিন ও শরিফুল ৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: আঙুলের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়েছেন শরীফুল ইসলাম। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলামের বরাত দিয়ে বিসিবি বৃহস্পতিবার জানিয়েছে, বাঁহাতি এ পেসারের চোট সারতে অন্তত ৫ সপ্তাহ লাগবে।
তাতেই স্পষ্ট হয়ে যায় আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে পাওয়া যাবে না শরীফুলকে। শুধু এ তরুণ পেসার নন, ক্যারিবিয়ানে দুই টেস্টে তাসকিন আহমেদকেও পাবে না বাংলাদেশ দল।কাঁধের চোটে রিহ্যাবে আছেন তিনি।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। আগামী মাসেই দুটি টেস্ট, তিনটি করে টি-২০ ও ওয়ানডে খেলতে ক্যারিবিয়ানে যাবে বাংলাদেশ দল।


সাগরিকায় বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনের চা বিরতির পর উইন্ডিজ সফরের টেস্টে শরীফুল ও তাসকিনের পাওয়া যাবে না জানিয়ে নান্নু বলেন, ‘শরীফুলকে টেস্টে পাওয়ার সম্ভাবনাই নেই। ওকে সীমিত ওভারের সিরিজে পেতে পারি। পুরো আপডেট আগামী সপ্তাহে দিতে পারব।’


প্রধান নির্বাচক আরও বলেন, ‘আমাদের কাছে যতটুকু তথ্য আছে, টেস্ট সিরিজে হয়ত তাসকিনকে পাচ্ছি না। সাদা বলে পেতে পারি। ২১ তারিখ ফিজিওর রিপোর্ট পেয়ে পুরোপুরি আপডেট দিতে পারব।’


তবে পিঠের ইনজুরি কাটিয়ে ফিট হয়েছেন এবং ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ পারফর্ম করা মোহাম্মদ সাইফউদ্দিন ফিরতে পারেন উইন্ডিজ সফরে। সীমিত ওভারের ক্রিকেটের দলে ডাক পাবেন তিনি। চট্টগ্রাম টেস্টের আগের দিন সাগরিকায় নির্বাচকদের সামনে ফিটনেস টেস্ট দিয়েছেন এ পেস বোলিং অলরাউন্ডার।

সাইফউদ্দিন প্রসঙ্গে আজ সাংবাদিকদের নান্নু বলেছেন, ‘ও তো সীমিত ওভারের খেলোয়াড়। ইনজুরিতে পড়ে দীর্ঘদিন দলের বাইরে ছিল। এখন ফিরে এসেছে, প্রিমিয়ার লিগ খেলেছে। ফিটনেস লেভেল একটু দেখতে হবে। ফিজিও ওকে আবার দেখবে, ইনজুরির অবস্থা দেখবে, আন্তর্জাতিক ক্রিকেট খেলার সামর্থ্য দেখবে। সব দিক দিয়ে ইতিবাচক পেয়েছি। ওকে নিয়ে ভালো চিন্তাভাবনাই আছে। দেখা যাক ওকে (ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে) রাখা যায় কি না।’


আগামী ২১ মে দল গঠন মিরপুর স্টেডিয়ামে মিটিং করবেন নির্বাচকরা। সেখানেই চূড়ান্ত হবে ক্যারিবিয়ান সফরের বাংলাদেশ দল।

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।