পারলো না বাংলাদেশ, প্রশান্তিহীন তাইজুল
প্রকাশিত: ২০ মে ২০২২ ০৩:৪৬

বাংলাদেশ টেস্ট ক্রিকেটের বড্ড পরিচিত মুখ তাইজুল ইসলাম৷ সাকিবের পর দেশ ও বিদেশের মাটিতে সেরা এই বামহাতি বোলার৷ তবে মাঝে মধ্যেই বাদ পড়েন দল কম্বিনেশনের কারনে৷ এসব এখন অভ্যাসে পরিণত করে দলের জন্য করছেন নিরলস পরিশ্রম৷ চলমান শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে চার উইকেট পাওয়াতে জন্ম দিয়েছে আক্ষেপ৷
শ্রীলংকার বিপক্ষে ম্যাচ কিংবা সিরিজ কোন বিচারেই খুব একটা সুখস্মৃতি নেই বাংলাদেশের৷ বিজয়ের উৎযাপন বলতে আছে নিজেদের শততম টেস্ট ম্যাচে এই দলের বিরুদ্ধে জয়৷ যা গত ২১ বছরেই একটি৷ ঘরের মাঠে জয়ের খাতা খোলার সুযোগ এসেছিল ৷ সেই স্বপ্ন পূরণের রোমাঞ্চের শুরুটা করলেও শেষ অবধি দলের মত নিজেও থেমেছেন ৷
শ্রীলংকার বিপক্ষে বল হাতে সফল বোলারদের প্রধান সাকিব আল হাসান৷ উইকেট সংগ্রাহকের তালিকায় বাংলাদেশীদের মধ্যে সবার উপরেই এই বিশ্বসেরা অলরাউন্ডার৷ এক মাত্র তার ছিল লঙ্কানদের বিপক্ষে দুইবার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড৷ সেই রেকর্ডে ভাগ বসানোর সুযোগ এসেছিল তাইজুলের৷ তবে এক উইকেটের জন্য অপেক্ষা আরেকবার বাড়ল এই বোলারের৷
চট্টগ্রামে প্রথম টেস্টের চতুর্থ দিনে তুলেছিলেন এক উইকেট৷ রোমাঞ্চের পঞ্চম দিনে সংগ্রহ আরও তিন উইকেট৷ দূর্দান্ত থ্রোতে করেছেন রান আউট, সাথে তালু বন্দি করেছেন দূর্দান্ত ক্যাচ৷ সব মিলে দারুণ করলেও নতুন ইতিহাস রচনা করতে পারলেন না তাইজুল৷
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: