মুশফিকের বিকল্প রয়েছে, স্ট্যাটাস প্রসঙ্গে পাপন
প্রকাশিত: ২০ মে ২০২২ ২২:১২

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটে বর্তমান সময়ে সবচেয়ে বড় আলোচনা মুশফিক প্রসঙ্গ৷ দীর্ঘ সময় ফর্মে না থাকার মানসিক ক্লান্তি দূর হয়েছে চট্টগ্রামে শতক হাকানোর কল্যাণে৷ মুশফিক নিজেকে ফিরে পেয়েছেন পুরনো ছন্দ, বলেও দিয়েছেন অবসরের কোন চিন্তা নেই৷ সেই সঙ্গে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মুশফিকের স্ত্রী৷
সেই আলোচনা এখন সকলের জানা৷ নতুন করে জানানোর কিছু একটা নেই৷ তবে আছে ভিন্নকিছু৷ তা হলো মুশফিক শুধু নয় সাকিব ব্যতীত সকলের বিকল্প রয়েছে বলে এক সাক্ষাৎকারে জানান বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন৷
গুঞ্জন রয়েছে আসন্ন উইন্ডিজ সিরিজে মুশফিককে রাখা হবে না টি-টুয়েন্টি দলে৷ তবে লঙ্কানদের বিপক্ষে শতক পুরণ ও প্রথম বাংলাদেশী হিসেবে টেস্ট পাঁচ হাজার রানের মালিক হওয়ায় পাল্লা কিছুটা ভারি মুশফিকের দিকে৷ তাই ছেটে ফেলা আপাতত কঠিন বলেই ধরে নেওয়া যায়৷
বোর্ড সভাপতি নির্বাচনের ব্যাপারে পাপন বলেন, যে কেউ বিসিবি’র সভাপতি নির্বাচনে দাঁড়াতে পারে। বিসিবি ও বিসিবি’র বাইরে সভাপতি হতে পারেন এমন অনেকেই আছেন৷
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: