ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

শেষ টেস্ট খেলতে ঢাকায় বাংলাদেশ-শ্রীলঙ্কা দল

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০২২ ০০:৫৫

বাংলাদেশ ও শ্রীলংকা৷ ফাইল ছবি বাংলাদেশ ও শ্রীলংকা৷ ফাইল ছবি

নিউজ ডেস্ক:  দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলতে গত ৮ মে ঢাকায় পা রাখে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। তবে কয়েকদিন পর ঢাকা থেকে চট্টগ্রামে চলে যেতে হয় তাদের। সেখানে গত ১৫ মে প্রথম টেস্টে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা। বৃহস্পতিবার (১৯ মে) শেষ হয়েছে এই টেস্ট ম্যাচ। এবার অপেক্ষায় ঢাকা টেস্ট। মিরপুরে ম্যাচটি শুরু হবে আগামী ২৩ মে।

এই টেস্টে অংশ নেওয়ার জন্য আজ শুক্রবার চট্টগ্রাম থেকে ঢাকায় আসে দুই দল। সকাল সাড়ে দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে তারা। সেখান থেকে সোজা টিম হোটেলে উঠেছে। তবে আজ আর কোনো অনুশীলনে নামবে না স্বাগতিক এবং সফরকারী শিবির। বিশ্রামে থাকবে তারা।

চট্টগ্রাম টেস্টে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হলেও নিষ্প্রাণ ড্রয়ে শেষ হয় ম্যাচের ভাগ্য। যেখানে লঙ্কানরা আগে ব্যাট করে স্কোর বোর্ডে জমা করে ৩৯৭ রান। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করে ৪৬৫ রান। এতে ৬৮ রানের লিড জমা হয়। পরে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২৬০ রান করলে পরিস্থিতি বিবেচনায় ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক।

সব ঠিক থাকলে ২৭ মে শেষ হবে দুই টেস্টের এই সিরিজ। এরপর ২৮ মে বাংলাদেশ ছেড়ে নিজ দেশের উদ্দেশে উড়াল দেবেন দিমুথ করুনারত্নেরা।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।