ব্যক্তিগত অনুশীলনে মিরপুরে সাকিব
প্রকাশিত: ২২ মে ২০২২ ০৩:২৮

নিজস্ব প্রতিবেদক: সাকিব আল হাসানকে নিয়ে সমালোচনা করা সহজ, সাথে সহজ দেশদ্রোহী খেতাব দেওয়া৷ কারন এসবের জন্য সাকিব নিজেই রাস্তা তৈরী করেন আবার নিজের প্রতি সমস্ত প্রশংসা টেনে নিতে নিজেই অনন্য কিছু করেন৷
ঘরের মাঠে শ্রীলংকা সিরিজ শুরুর আগে দুই দিনের যৌক্তিক ছুটি৷ এরপর দেশে ফিরে যখন করোনা শনাক্ত হলেন তখন চারিদিকে যেন ঘোর অন্ধকার৷ আরেকবার খুব কাছে এসেও টেস্টে সাকিবকে না পাওয়ার শঙ্কা৷ তবে ম্যাচ শুরুর মাত্র দুইদিন আগে স্বস্তির খবরে হাফ ছেড়ে উঠেন ম্যানেজম্যান্ট৷ সাকিবের সুস্থতায় ফুরফুরে মেজাজে পুরো দল যখন তখন বিশ্বসেরা অলরাউন্ডারকে দিতে হবে স্বাভাবিকভাবেই ফিটনেস টেস্ট৷ দিয়েছেন ব্যাট হাতে সমস্তকিছুর পরীক্ষা, মাঠে বল হাতে দেখিয়েছেন চমক৷ শতক কিংবা পাঁচ উইকেট না নিলেও এসেছেন খবরের পাতায়৷ কারন নিজেকে দেখিয়েছেন একজন চায়নাম্যান হিসেবে৷
চট্টগ্রাম থেকে দুই দল ঢাকা ফিরেছেন গতকাল৷ বিশ্রামে কাটাতে আজ ছিল না কোন অনুশীলন৷ তবে সবক্ষেত্রে ব্যতিক্রমী সাকিব নিজেকে আলাদা করলেন আরেকবার৷ ইনডোরে অনুশীলন করতে পা রেখেছেন মিরপুরে৷
সাকিব আল হাসান নামটির সাথে জড়িয়ে রয়েছে বাংলার ক্রিকেটের সংমিশ্রণ৷ ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত দাপটের সাথে চালিয়ে যাচ্ছেন তিন ফরম্যাট৷ আন্তর্জাতিক লড়াইয়ে দুই যুগের বেশি সময় হলেও এক সাকিবকে ছাড়া এখনো দল সাজাতে সমস্যায় পড়ে পুরো ম্যানেজম্যান্ট৷ সবার উপস্থিতিতেও সাকিবকে ছাড়া বড্ড অচেনা টাইগার একাদশ৷
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: