রেকর্ড গড়েও ‘১’ বলের আক্ষেপ
প্রকাশিত: ২৫ মে ২০২২ ০৯:৫৩

স্পেশাল করেসপন্ডেন্টঃ ম্যাচের প্রথম ঘন্টায় ২৪ রানে নেই ৫ উইকেট। এমন ভয়ের সকাল থেকে দাপটের ছবি এঁকেছে বাংলাদেশ দল মুশফিকুর রহিম ও লিটন দাসের ২৭২ রানের জুটিতে।
মঙ্গলবার ম্যাচের দ্বিতীয় দিনের অষ্টম ওভারেই বিচ্ছিন্ন হয়েছেন মুশফিক-লিটন। কাসুন রাজিথার শিকার হন ১৪১ রান করা লিটন। ইনিংস শেষে মুশফিক অপরাজিত ছিলেন ১৭৫ রানে।
দুজনই সেঞ্চুরি করেছেন, পূর্ণতা এসেছে কিছুটা, অনেক রেকর্ডও গড়েছেন। কিন্তু ১ বলের একটা আক্ষেপ থেকেই গেছে এ জুটির। পরিসংখ্যানে চোখ রাখলেই সেটি স্পষ্ট হবে।
টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি মুশফিক-লিটনের। পঞ্চম উইকেটে মিরপুরে তারা ২৭২ রানের জুটি গড়লেন। দ্বিতীয় স্থানে নামিয়ে দিলেন ২০১৩ সালে গল টেস্টে আশরাফুল-মুশফিকের গড়া ২৬৭ রানের জুটিকে।
এ ফরম্যাটে বাংলাদেশের তৃতীয় সেরা জুটির মর্যাদা পেয়েছে তাদের যুগলবন্দি। টেস্টে বাংলাদেশের সেরা জুটি ৩৫৯ রান, ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ম্যারাথন জুটি গড়েছিলেন মুশফিক-সাকিব। দ্বিতীয় স্থানে ইমরুল কায়েস-তামিম ইকবালের ৩১২ রানের জুটি, ২০১৫ সালে খুলনায়, প্রতিপক্ষ ছিল পাকিস্তান।
জুটির পরিসংখ্যান খুঁজতে গেলে প্রসঙ্গতই বলের হিসেবটাও করা লাগে। বলের হিসেবেও বাংলাদেশের পক্ষে তৃতীয় সেরা তাদের জুটি। কিন্তু মাত্র ১ বলের জন্য তালিকার তিনে পড়ে থাকতে হচ্ছে তাদের। একটা বল বেশি খেললেই অন্যরকম হতো।
২০১৩ সালে গলে স্বাগতিকদের বিরুদ্ধে আশরাফুল-মুশফিক ২৬৭ রানের জুটিতে ৫১৮ বল খেলেছিলেন। গত বছর পাল্লেকেলেতে মুমিনুল-শান্ত ২৪২ রানের জুটি গড়েছিলেন ৫১৪ বল খেলে। মুশফিক-লিটন ৫১৩ বল খেলেছেন।
-নট আউট/এমজেএ/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: