ঢাকা | শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

ঘরের মাঠে সাকিবের 'দেড় শ’র' কীর্তি, লঙ্কানদের লড়াইয়ে রাখলেন ম্যাথুস

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ মে ২০২২ ০৪:৫০

পিছিয়ে থেকে তৃতীয় দিন পার শ্রীলঙ্কার। ছবি: গেটি ইমেজ পিছিয়ে থেকে তৃতীয় দিন পার শ্রীলঙ্কার। ছবি: গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ মিরপুর টেস্টের তৃতীয় দিন বৃষ্টির দাপটে খেলা বন্ধ ছিল চার ঘন্টা৷ লাঞ্চের আগে শুরু হওয়া বৃষ্টি যখন বন্ধ হয় তখন চা বিরতির পর কেটে গেছে প্রায় ঘন্টা খানিক৷ শেষ বিকেলে যখন খেলা শুরু হয় কিছু দূর্দান্ত বল ও এক উইকেট সংগ্রহ ব্যতীত টাইগার শিবিরের কোন স্বস্তি নেই৷ ম্যাথুসের লড়াইয়ে চান্দিমালের সহযোগিতায় তৃতীয় দিন নিজেদের করে নিয়েছে শ্রীলংকা৷ 

সকালের শুরুটা দুর্দান্ত করলেও সেটা দিনের পুরোটা সময় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধনাঞ্জয়া ডি সিলভার প্রতিরোধে বৃষ্টি বাধা দিলেও দমাতে পারেনি তাদের দুজনকে। শেষ পর্যন্ত তাদের দুজনের হাফ সেঞ্চুরিতে তৃতীয় দিনের দাপটের পাল্লাটা নিজেদের দিকেই ভারী করেছে শ্রীলঙ্কা। তৃতীয় দিন বাংলাদেশের সাফল্য বলতে দিমুথ করুনারত্নে ও ধনাঞ্জয়ার উইকেট৷ ধনাঞ্জয়াকে ফিরিয়ে এদিন দেশের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ১৫০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেন সাকিব।

দিনের শুরুতে দুই উইকেট তুলে নিলে সফরকারীদের চাপে সাকিব-এবাদতরা চাপে ফেললেও দিন শেষে করুনারত্নের দল পিছিয়ে ৮৩ রানে৷ চট্টগ্রাম টেস্টে ১৯৯ হাকানো ম্যাথুস চতুর্থ দিনে দলের প্রয়োজনে আরও ঠান্ডা মাথায় ব্যাট করবে নাকি সাকিব-তাইজুলের ঘূর্ণিতে পরাস্ত হবে সেটি ভবিষ্যতের জন্যই তুলে রাখা যাক৷ তবে তৃতীয় দিনে এসেও স্পিন খুব বেশি রাজত্ব না করায় ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে এই ম্যাচ৷  

মিরপুর টেস্টের ভাগ্য অনেকটা নির্ভর করছে চতুর্থ দিনের শুরুর উপর৷ বৃষ্টি বাঁধায় তৃতীয় দিনের অনেকটা সময় নষ্ট হওয়ায় চতুর্থ দিনের খেলা শুরু হবে ৩০ মিনিট আগেই৷ 

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)-

বাংলাদেশ (১ম ইনিংস): ৩৬৫/১০ (১১৬.২ ওভার) (মুশফিক ১৭৫*, লিটন ১৪১; রাজিথা ৫/৬৪, আসিথা ৪/৯৩)

শ্রীলঙ্কা (১ম ইনিংস): ২৮২/৫ (৯৭ ওভার) (করুনারত্নে ৮০, ওশাদা ৫৭, ধনাঞ্জয়া ৫৮, ম্যাথিউজ ৫৮*, সাকিব ১/১৯; সাকিব ৩/৫৯, এবাদত ২/৭৮)

 

-নট আউট/এমআরএস/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।