ব্যর্থ খালেদ, তাসকিনের অভাব অনুভূত হচ্ছে
প্রকাশিত: ২৬ মে ২০২২ ১১:১৫

স্পেশাল করেসপন্ডেন্টঃ চট্টগ্রামের মতো মিরপুর টেস্টেও শ্রীলঙ্কান পেসাররা কাঁপিয়েছেন বাংলাদেশের ব্যাটিং লাইন। দুই পেসার প্রথম ইনিংসে নিয়েছেন ৯ উইকেট।
একই উইকেটে বাংলাদেশের পেসাররা দিশাহীন। বিশেষ করে টানা তিন ইনিংসে দলকে উইকেট এনে দিতে ব্যর্থ খালেদ আহমেদ। চট্টগ্রামের পর মিরপুরেও তার এলোমেলো বোলিং ভোগাচ্ছে দলকে।
দক্ষিণ আফ্রিকায় পেস সহায়ক কন্ডিশনে ভালো করায় যেন নিয়মিত টেস্ট খেলার লাইসেন্স পেলেন খালেদ। কিন্তু হোম কন্ডিশন কাজে লাগানো, চিরচেনা মাঠে বোলিংয়ের দক্ষতাই তার মাঝে অনুপস্থিত। এতটা নির্বিষ, জঘন্য বোলিং হয়তো টিম ম্যানেজেমেন্টের ঘুমও ভাঙিয়েছে। কারণ তাদের অগাধ আস্থাকে জলে ডুবিয়েছেন এ ডানহাতি পেসার।
মিরপুর টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিনে নখদন্তহীন পেস বোলিং করেছেন খালেদ। দলকে উইকেট এনে দিতে ব্যর্থ এ পেসার উল্টো লঙ্কান ব্যাটসম্যানদের সেট করার কাজটাই করেছেন। পায়ের উপর বল করেছেন রান ক্রমাগত, রান দিয়েছেন বেশ। তার শর্ট বল ভয়ের কারণ হতে পারেনি লঙ্কানদের। সুইং তো তার বোলিংয়ে নেই, এটা স্পষ্ট।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত ১৫ ওভারে ৬২ রান দিলেও উইকেট পাননি খালেদ। অবশ্য চট্টগ্রামে তাকে খেলাতে গিয়ে সাইড বেঞ্চে বসিয়ে রাখা পেসার এবাদত হোসেন এই টেস্টে সুযোগ পেয়েছেন। ইতোমধ্যে ২ উইকেট নিয়েছেন তিনি।
বল হাতে খালেদের এমন ব্যর্থতা তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের অভাবকে আরও বেশি প্রকট করে তুলেছে। দুই পেসারই ইনজুরির কারণে সিরিজ খেলতে পারছেন না। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও তাসকিন-শরীফুলের অভাববোধ করছেন। বুধবার ম্যাচের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে শরীফুলের আঙুলে চিড় ধরেছে। তাসকিনের না থাকা অনেক বড় মিস।’
হোম কন্ডিশনে, ফ্ল্যাট উইকেটে বোলিং শিখতে এবাদত-খালেদের জন্য এসব ম্যাচ ভালো ক্ষেত্র মনে করেন ডোনাল্ড। বলেছেন, ‘এবাদত ও খালেদের জন্য এটা শেখার আরেকটা সুযোগ। আমি চাই, সবাই যেন ওদের শেখার প্রক্রিয়াটায় চোখ রাখে ও ধৈর্যশীল থাকে। খালেদ সবসময়ই শিখছে।’
বোলিংয়ে খালেদের ব্যর্থতা স্বীকার করেও ভবিষ্যতে ভালো কিছুর আশা করছেন ডোনাল্ড। তিনি বলেছেন, ‘খালেদ আজ ঠিক মতো করতে পারেনি। তবে কাল খুব গুরুত্বপূর্ণ দিন। সকালে আমাদের কিছু উইকেট দরকার। পিচও প্রতিদিন সকালে কিছুটা সহায়তা দিচ্ছে।’
-নট আউট/এমজেএ/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: