ঢাকা | শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

সেঞ্চুরি নয়, শেষ দিনে তিন ঘন্টা ব্যাট করতে চান সাকিব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০২২ ০৫:২৫

২০১৭ সালের পর টেস্টে সেঞ্চুরির দেখা পায়নি সাকিব। ফাইল ছবি ২০১৭ সালের পর টেস্টে সেঞ্চুরির দেখা পায়নি সাকিব। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ ঢাকা টেস্টের চর্তুথ দিন শেষে রীতিমতো ধুঁকছে স্বাগতিক বাংলাদেশ। ড্রয়ের দিকে এগুনো টেস্টে,  ইনিংসে হারের লজ্জা এড়ানোয় এখন বড় দায় হয়ে দাঁড়িয়েছে মুমিনুল হকের দলের জন্য। ঢাকা টেস্টের প্রথম ইনিংসের পুনরাবৃত্তি হয়েছে, দ্বিতীয় ইনিংসেও। লঙ্কান পেসারদের সাঁড়াশি আক্রমণে বোর্ডে ২৩ রান তুলতেই হারিয়েছে টপ অর্ডারের ৪ ব্যাটারকে।

লিটন-মুশফিকের ব্যাটে দিনশেষ করার আগে টাইগাররা তুলতে পেরেছে ৩৪ রান। পিছিয়ে এখনও ১০৭ রানে। ঢাকা টেস্ট বাঁচাতে পঞ্চম দিনে লিটন-মুশফিকের সঙ্গে দলের আরেক তারকা ক্রিকেটার সাকিবকেও তাই করে দেখাতে হবে অতিমানবীয় কিছুই। বল হাতে নিয়মিত দ্যুতি ছড়ানো সাকিব ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারছেন না দীর্ঘদিন ধরে। চলমান শ্রীলঙ্কা সিরিজেও ধরে রেখেছেন ধারাবাহিকতা। চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে ব্যর্থ সাকিব, ঢাকা টেস্টের প্রথম ইনিংসেও ফিরেছেন রানের খাতা খোলার আগেই।

এদিকে ব্যাট হাতে টেস্টে সাকিবের সবশেষ সেঞ্চুরিটাও এসেছে ২০১৭ সালে। তাই দলের এমন পরিস্থিতিতে সাকিবের রানে ফেরাটাও এখন হয়ে দাঁড়িয়েছে বড্ড জরুরী। এদিকে দলকে বাঁচানোর সঙ্গে নিজের সেঞ্চুরির আক্ষেপটা ঘুচাবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাকিব জানিয়েছেন, সেঞ্চুরির চেয়ে তার কাছে তিন ঘণ্টা ব্যাটিং করাই এখন গুরুত্বপূর্ণ।

চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আসলে এখন দলের যে পরিস্থিতি, সেঞ্চুরির থেকে দলের জন্য যদি তিন ঘণ্টা ব্যাটিং করতে পারি। আশা করি যে দুজন (লিটন-মুশফিক) আছে তারা যদি লাঞ্চ পর্যন্ত খেলতে পারে এরপর অন্তত আমি যদি তিন ঘণ্টা ব্যাটিং করতে পারি ঐ টা বেশি গুরুত্বপূর্ণ হবে।’

চলমান টেস্ট সিরিজে টাইগারদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে লঙ্কানদের অনভিজ্ঞ পেস অ্যাটাক। চট্টগ্রামে টাইগারদের নাভিশ্বাস তোলা আসিথা ফার্নেন্দো, কাসুন রাজিথারাও ঢাকা টেস্টেও ভুগিয়েছেন বাংলাদেশকে। প্রথম ইনিংসের ১০ উইকেটের ৯টিই নিয়েছিলেন লঙ্কান এই দুই পেসার। দ্বিতীয় ইনিংসেও চার উইকেটের তিনটি নিয়েছেন তাঁরা। 

ঢাকা টেস্ট বাঁচাতে তাই পঞ্চম দিন সকালে রাজিথা ও আসিথাকে সামলাতে পারেব কিনা সাকিব-মুশফিকরা, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে টাইগারদেরর সামনে। বিশ্বসেরা সাকিবও মনে করেন, এই টেস্ট বাঁচাতে এই দু'জনকে দেখে খেলার বিকল্প নেই বাংলাদেশের জন্য।

সাকিব আরও বলেন, ‘লাঞ্চের আগে একটির বেশি উইকেট পড়লে আমরা বাজে অবস্থায় থাকবো। সুতরাং লাঞ্চের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। যখন দুইটা ব্যাটার এই উইকেটে সেট হয়ে যাবে তখন কিন্তু তাদের আউট করা কঠিন। ওদের আসল হুমকিটা হচ্ছে পেস বোলার।’

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।