সাকিব এখন পাঁচ নম্বর বোলার!
প্রকাশিত: ২৭ মে ২০২২ ০৮:৫১

স্পেশাল করেসপন্ডেন্ট: সাকিব আল হাসানকে ছাড়াই গত কয়েক বছরে নিয়মিত টেস্ট খেলতে হয়েছে বাংলাদেশকে। গত বছর পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছেন, নতুন বছরে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজ দিয়েই সাদা পোশাকের ক্রিকেটে ফিরেছেন তিনি।
চট্টগ্রামে ৪ উইকেট নিয়েছেন সাকিব। মিরপুরে প্রথম ইনিংসে ৯৬ রানে পেলেন ৫ উইকেট। চার বছর পর টেস্টে ৫ উইকেট পেয়েছেন মনে করিয়ে দিতেই সাকিব বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মজার ছলে বলেন, এই সময়ে কয়টা টেস্ট খেলেছি?
বোলিংয়ে তার দায়িত্ব এখন কম মনে করেন সাকিব। সাত টেস্ট পর ৫ উইকেটের স্বাদ পেলেন তিনি। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে তিন ইনিংসে ১০৪.১ ওভার বোলিং ইতোমধ্যে করে ফেলেছেন সাকিব।
বোলিংয়ের দায়িত্ব এখন কম জানিয়ে অভিজ্ঞ এ অলরাউন্ডার বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেন, ‘বোলার হিসেবেও তো (টেস্টে)খেলি না। পাঁচ নম্বর বোলার বলে না আমাকে, দলে? এখন তো বোলিংয়ে দায়িত্ব কম (হাসি)...।”
টেস্ট খেলায় নিজের বোলিংয়ের অনেক কিছু নিয়ে কাজ করার সুযোগ হয়েছে সাকিবের। বোলিংয়ে ছন্দ ফিরছে, নতুন অস্ত্র নিয়েও কাজ করেছেন তিনি।
তিনি বলেন, ‘টেস্ট ম্যাচ খেলতে থাকলে বোলিংয়ের অনেক কিছু নিয়ে অনুশীলনটা করা যায়, ম্যাচের ভেতরেই। যেগুলো ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আমাকে সাহায্য করবে। সাধারণত ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে থাকলে বোলিংয়ের শেইপ, অ্যাকশন সব আমার বদল হতে থাকে। যখনই টেস্ট ম্যাচ খেলা হয়, একটা-দুইটা ম্যাচ খেলা হলে আবার ছন্দটা ফিরে আসে। যেটা আমার জন্য ভালো, ওটা আমাকে সহায়তা করে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে।’
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: