সাকিবের হাফ সেঞ্চুরি, লিড পেল বাংলাদেশ
প্রকাশিত: ২৭ মে ২০২২ ২২:১২

স্পেশাল করেসপন্ডেন্টঃ সামনে বন্ধুর পথ। কঠিন চ্যালেঞ্জ। ম্যাচ বাঁচাতে বুক চিতিয়ে লড়তে হবে। ব্যাটিং করতে হবে অন্তত আড়াই সেশন। ইনিংস হারের চোখ রাঙানিকে আড়ালে নিয়ে যেতে দরকার ছিল ১০৭ রান।
দিনের প্রথম সেশনেই ইনিংস হারের অধ্যায়কে পত্রপাঠ বিদায় দিয়েছে বাংলাদেশ দল। শুক্রবার দিনের খেলার ৩৫ মিনিট যেতেই মুশফিককে হারায় টাইগাররা। ৫৩ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশকে লিড এনে দেয় লিটন দাস ও সাকিব আল হাসানের জুটি। ৯৬ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন তারা।
দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৪৯ রান তুলে লাঞ্চে গিয়েছে বাংলাদেশ দল। ৮ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। লাঞ্চের আগে শেষ বলে টেস্টে ২৭তম হাফ সেঞ্চুরি করেছেন সাকিব। ৫২ রানে অপরাজিত তিনি। লিটন ব্যাট করছেন ৪৮ রানে।
পঞ্চম দিনে এমন চ্যালেঞ্জের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দিনের অষ্টম ওভারে মুশফিককে বোল্ড করেন কাসুন রাজিথা। মুশফিক ২৩ রান করেন। পরে সাকিবকে নিয়ে দলকে এগিয়ে নেন লিটন। এদিন টেস্টে ২ হাজার রান পূর্ণ করেন তিনি। ধনঞ্জয়ার করা ইনিংসের ৪৪তম ওভারে লিড পায় বাংলাদেশ দল।
উইকেটে নামার পর থেকে সাকিবকে বেশ শান্ত, ধীর-স্থির মনে হয়েছিল। গতকাল সংবাদ সম্মেলনে বলেছিলেন, সেঞ্চুরির চেয়ে উইকেটে তিন ঘন্টা টিকে থাকাই তার মূল লক্ষ্য। এবং সেই টার্গেট বাস্তবায়নে অনেকটাই সফল হয়েছেন তিনি।
আক্রমণ না করে উইকেটে থাকার, সময় কাটানোর চেষ্টাই বেশি দেখা গেছে তার ব্যাটে। সাকিব বলেছিলেন, লাঞ্চের আগে একটির বেশি উইকেট হারানো যাবে না।
দ্বিতীয় সেশনে সাকিব-লিটনের জুটি অক্ষত থাকতে পারলে নিশ্চিতভাবেই মিরপুর টেস্টে আবারও চালকের আসনে ফিরবে বাংলাদেশ দল।
-নট আউট/এমজেএ/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: