আমাদের জন্য হতাশাজনক সিরিজ: মুমিনুল
প্রকাশিত: ২৮ মে ২০২২ ০১:০৮

নিজস্ব প্রতিবেদক: নিজ দেশে আর্থিক সংকট তীব্র হলেও যথা সময়ে বাংলাদেশ সফরে এসেছিল শ্রীলংকা ক্রিকেট দল৷ ঢাকায় পা রেখে বৃষ্টি বাঁধায় প্রস্তুতি হয়নি খুব একটা৷ তবুও দাপটের সাথে মিরপুর টেস্ট জিতে নিয়েছে দশ উইকেটে৷ নিজেদের এমন হারকে হতাশাজনক বলছেন বাংলাদেশ কাপ্তান মুমিনুল হক৷
ম্যাচ শেষে মুমিনুল বলেন, এটি আমাদের জন্য হতাশাজনক একটি সিরিজ৷ আমরা টপ অর্ডার মোটেও ভালো করতে পারিনি৷ ম্যাচ কিংবা সিরিজে ভালো কিছু করতে আমাদের আরও কাজ করতে হবে ৷
মুশফিক-লিটন জুটি প্রসঙ্গে মুমিনুল বলেন, তারা দুজন দূর্দান্ত করেছে৷ তাদের জুটিতে ইতিবাচক অনেককিছু ছিল৷ টেস্ট ক্রিকেটে মানসিকভাবে শক্তিশালী হতে আমাদের আরও প্রচেষ্ঠা করতে হবে৷
মিরপুর টেস্টে যেখানে বাংলাদেশী পেসাররা ছিল মলিন সেখানে লঙ্কান পেসাররা তামিম-সাকিবদের নিয়ে অগ্নি পরীক্ষা৷ যদিও এবাদত চার উইকেট পেয়েছে তবুও খরচা করেছে লঙ্কান পেসারদের তুলনায় অনেক বেশি রান৷ পেসারদের এমন অবস্থা থেকে উত্তরণের জন্য আসন্ন উইন্ডিজ সফরের আগে কাজ করা হবে বলে জানান মুমিনুল হক৷
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: