মিরপুর উইকেটে সন্তুষ্ট ডমিঙ্গো, জানালেন অভিযোগ নেই
প্রকাশিত: ২৮ মে ২০২২ ০১:৫৮

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ সময় পর হোম অফ ক্রিকেটে দেখা মিলেছে আদর্শ উইকেটের৷ সর্বশেষ ডিপিএলেও উইকেট সমালোচনায় ড্রেসিং রুমের দরজায় লাথি মেরেছিল মাহমুদউল্লাহ রিয়াদ৷ তবে মিরপুর টেস্টে একই উইকেটে যেমন ছিল ব্যাটারদের দাপট তেমনি ছিল স্পিনার ও পেসারদের সংমিশ্রণ৷
ম্যাচ শেষে সংবাদ সম্মলেন বাংলাদেশ হেড কোচ রাসেল ডমিঙ্গো বলেন, এমন পিচে অভিযোগের কোন সুযোগ নেই৷ পিচ দারুণ ছিল৷ ব্যাটারদের পাশাপাশি বোলাররাও ভালো করেছে৷ তাদের যেমন পাঁচ উইকেট নেওয়া বোলার রয়েছে, তেমনি সাকিব পাঁচ উইকেট পেয়েছে৷
সর্বশেষ পাঁচ টেস্টে পিচের আচরণ ছিল ভিন্নরকম৷ পেসারদের তুলনায় স্পিনাররা বেশি সুবিধা পেয়েছিল৷ টস জিতে প্রথমে ব্যাটিং করা দলের সফলতার হার ছিল অনেক বেশি৷ তবে এমন উইকেট নিশ্চই চাওয়া সকল ক্রিকেট প্রেমীর৷ যেখানে মধুর প্রতিযোগিতা হবে দুই দলের৷
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: