ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

এক ম্যাচে ৯ 'ডাক', বাংলাদেশের লজ্জার রেকর্ড

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৮ মে ২০২২ ০৭:০১

ঢাকা টেস্টের দুই ইনিংসে বাংলাদেশের ৯ ব্যাটার রানের খাতা খুলতে পারেনি। ফাইল ছবি ঢাকা টেস্টের দুই ইনিংসে বাংলাদেশের ৯ ব্যাটার রানের খাতা খুলতে পারেনি। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ আসিথা ফার্নান্দোর বলে বোল্ড হলেন খালেদ আহমেদ। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের লেজটা গুটিয়ে গেল তাতেই। বাংলাদেশের শেষ ব্যাটসম্যানও শূন্য রানে আউট হলেন। যার মাধ্যমে টেস্ট ক্রিকেটে এক লজ্জার রেকর্ডে নাম উঠল বাংলাদেশ দলের। 

এক টেস্টে দুই ইনিংস মিলে মোট ৯ ব্যাটসম্যান শূন্য রানে আউট হলেন। মিরপুর টেস্টে ১০ উইকেটে শ্রীলঙ্কার কাছে হেরেছে টাইগাররা। এই ম্যাচেই বাংলাদেশের ৯ জন ডাক মারলেন। 

রেকর্ডটার পথে বাংলাদেশ এগিয়েছিল ম্যাচের প্রথম ইনিংসেই। যেখানে বাংলাদেশের ৬ ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে আরও ৩ জন রানের খাতা খুলতে পারেননি। তবে শূন্যের সংখ্যাটা ১০ বলাই যায়। কারণ আরেক ব্যাটসম্যান এবাদত হোসেনও শুক্রবার দ্বিতীয় ইনিংসে শূন্য রানই করেছেন, তবে তিনি অপরাজিত ছিলেন একপ্রান্তে।

অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল এ টেস্টেই ক্যারিয়ারে প্রথমবার ‘পেয়ার’ পেয়েছেন। প্রথম ইনিংসে জয়, সাকিব, মোসাদ্দেক, এবাদত ও খালেন শূন্য রানে আউট হন। দ্বিতীয় ইনিংসে তামিম ছাড়াও খালেদ, মুমিনুল রানের খাতা খুলতে পারেননি। তামিমের মতোই ‘পেয়ার’ পেয়েছেন খালেদ। যিনি বল হাতে টানা দুই টেস্টে দলকে ডুবিয়েছেন। 

এর আগে এক টেস্টে সর্বোচ্চ ৮ ব্যাটসম্যানের ডাক মারার ইতিহাস ছিল বাংলাদেশের, ২০১৮ সালে কিস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। 

এক ম্যাচে ৯ ব্যাটসম্যানের শূন্য রানে ফেরার লজ্জা আছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।