ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

আউট আবেদন প্রসঙ্গে লিটনের পাশে ফিল্ডিং কোচ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১ জুন ২০২২ ২১:৫১

উইকেট রক্ষক লিটন দাস৷ ছবি সংগৃহীত উইকেট রক্ষক লিটন দাস৷ ছবি সংগৃহীত

নট আউট/এমআরএস: সাদা ও রঙিন দুই পোষাকেই অনবদ্য পারফরম্যান্স করছেন লিটন কুমার দাস৷ যে ব্যাট কথা না শোনার কারনে বাদ পড়তে হয়েছিল দল থেকে সেই ব্যাট দিয়ে প্রতিপক্ষকে শাসন করছেন শতক হাকিয়ে৷ ব্যাটিং নিয়ে সমালোচনার সুযোগ নেই, তবে অভিমানি অভিযোগ লিটনের উইকেট রক্ষক চরিত্র নিয়ে৷ তবে লিটনের ফিল্ডিং ইস্যুতে মোটেও চিন্তিত নন বাংলাদেশের ফিল্ডিং কোচ৷

চলমান বছরে ক্রিকেটের তিন সংস্করণে রানের বিচারে সবার উপরে লিটন৷ দলকে বিপদ থেকে উদ্ধার করা নিয়মিত কাজে পরিণত করলেও উইকেটের পেছন থেকে দলকে সর্বোচ্চ সাহায্য করতে কিছুটা ব্যর্থ তিনি৷

সর্বশেষ কয়েক ম্যাচে রিভিউ আবেদন ছাড়াও লেগ বিফোর কিংবা কট বিহাইন্ডের ক্ষেত্রে বেশ কয়েকবার লিটনের কাছ থেকে সেরা প্রতিক্রিয়া পায়নি বাংলাদেশ। লিটন বুঝতে না পারার ভূমিকায় কাঠগড়ায় পড়তে হয়েছিল মুমিনুল হককে৷

দক্ষিণ আফ্রিকা সিরিজে খালেদ আহমেদ কিংবা নিউজিল্যান্ড সিরিজে তাসকিন আহমেদের ওভারে কট বিহাইন্ডের ক্ষেত্রেও ব্যাটের কানায় লেগে যাওয়ার শব্দ ঠিকঠাক ধরতে পারেননি লিটন।


তবে এসব নিয়ে খুব একটা চিন্তিত নন বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ শেন ম্যাকডেরমট। তার মতে, পেস বোলিংয়ের সময় উইকেটরক্ষক যেহেতু স্ট্যাম্প থেকে অনেক দূরে দাঁড়ান, তাই অনেক সময় ব্যাটের কানায় লেগে যাওয়া মৃদু শব্দগুলো উইকেটরক্ষকের কান পর্যন্ত পৌঁছায় না।

তাই লিটনকে কাঠগড়ায় তুলতে রাজি নন ম্যাকডেরমট, ‘শুধু লিটন না, আম্পায়াররাও অনেক সময় এসব মৃদু শব্দ (নিক) শুনতে পায় না। এখানে খুবই সূক্ষ্ম বিষয় থাকে এবং এটি খুবই কঠিন আসলে। অনেক দর্শক থাকে, ম্যাচের মধ্যে অনেক কিছু চলতে থাকে। এছাড়া তার তো স্ট্যাম্প থেকে অনেক দূরে দাঁড়াতে হয়।’

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে তিনি আরও বলেন, ‘কখনও কখনও সে (লিটন) এসব মৃদু শব্দের ক্ষেত্রে আম্পায়ার-বোলারের চেয়ে দূরে থাকে। আমার মনে হয় না লিটন খুব বেশি মিস করেছে। মাঝেমধ্যে স্ট্যাম্প মাইকও ঠিকঠাক ধরতে পারে না এগুলো। আমার মতে লিটন উইকেটের পেছনে অসাধারণ করছে।’

উল্লেখ্য, বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই কট বিহাইন্ডে ব্যাটে লেগেছে কি না, লেগ বিফোরে কত উচ্চতায় বল পায়ে লেগেছে- এসব দেখার দায়িত্ব দেওয়া হয় পয়েন্ট ও স্কয়ার লেগে দাঁড়ানো ফিল্ডারদের। রিভিউ নেওয়ার ক্ষেত্রে তাদেরও থাকে বড় ভূমিকা।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।