ঢাকা | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১

মাশরাফির ইনজুরির লড়াই যখন তাসকিনের অনুপ্রেরণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ জুন ২০২২ ০০:৩৫

ইনজুরি কাটিয়ে ফিরতে মরিয়া তাসকিন৷ ছবি সংগৃহীত ইনজুরি কাটিয়ে ফিরতে মরিয়া তাসকিন৷ ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটে ইনজুরির সাথে সম্পর্ক সবচেয়ে মধুর মাশরাফি বিন মর্তুজার৷ ক্যারিয়ারের বেশিরভাগ সময় যেমনটা লড়াই করেছেন প্রতিপক্ষের সাথে তেমনি টিকে থাকার যুদ্ধ করতে হয়েছে ইনজুরির সাথে৷ মাশরাফির এমন লড়াই তাসকিনের কাছে অনুপ্রেরণা৷

দক্ষিণ আফ্রিকা সিরিজে কাঁধের ইনজুরি তাসকিনকে ছিটকে দেয় ঘরের মাঠের সিরিজ থেকে৷ শঙ্কা রয়েছে উইন্ডিজ সফরেও৷ দীর্ঘসময় রিহ্যাবে থাকার পর বুধবার বোলিং অনুশীলন করেছেন এই দ্রুতগতির বোলার৷ নিজের ইনজুরির সর্বশেষ অবস্থা সম্পর্কে কথা বলেছেন সাংবাদিকদের সাথে৷

তাসকিন বলেন, রিহ্যাবে একা একা ভালো লাগে না৷ সবার মাঝে থাকলে কাজ করতে বেশিই ভালো লাগে৷ আজ ৮ ওভার বল করেছি৷ তেমন সমস্যা অনুভব করিনি৷ আরও কয়েকদিন করার পরেই বুঝতে পারবো অবস্থা৷

মাশরাফির ইনজুরির লড়াই বড় অনুপ্রেরণা বলে মন্তব্য করেন তাসকিন৷ সাংবাদিকদের বলেন; মাশরাফি ভাই যেভাবে লড়াই করেন সেটা থেকে অনুপ্রেরণা পাই৷ ইনজুরি আসবে তবে থেমে থাকা যাবে না৷

দল থেকে বাদ পড়ার পর নতুন করে নিজেকে ফিরে এনে দলের মধ্যমণিতে পরিণত হয়েছেন তাসকিন৷ তাসকিনের সুস্থতায় একাদশে তার অনুুপস্থিতি আপাতত সময় সম্ভব নয়৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।