ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

কোহলির ঘাড়ে নিশ্বাস ফেলছেন লিটন, টপকে গেছেন তামিমকে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ জুন ২০২২ ০৩:০৮

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিয়ে লিটন দাস। ফাইল ছবি ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিয়ে লিটন দাস। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ ঢাকা টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ হারলেও, ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন সময়ের অন্যতম সেরা ব্যাটার লিটন দাস। এবার সেই ভালো খেলার পুরষ্কার পেলেন এই উইকেটরক্ষক ব্যাটার। ঢাকা টেস্টে চাপের মুহূর্তে অনবদ্য এক সেঞ্চুরি তুলে নেওয়ার পর, দ্বিতীয় ইনিংসেও করেছেন হাফ সেঞ্চুরি।

তাতেই ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে উঠে রেকর্ড গড়লেন লিটন দাস। বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রেটিং অর্জন করে টপকেছেন তামিম ইকবালকে। এর আগে  র‍্যাঙ্কিংয়ে প্রথম বাংলাদেশি হিসেবে শীর্ষ ২০ জনের লিস্টে ডুকেন চট্টগ্রাম টেস্ট শেষেই।

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম সিরিজের প্রথম টেস্টের পরই আইসিসির টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছিলেন লিটন দাস। তাতেই বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে উঠে আসেন লিটন দাস। এবার ঢাকা টেস্টের দুর্দান্ত পারফরম্যান্স করে নিজেকেই ছাড়িয়ে গেলেন তিনি। এগিয়ে গেলেন আরও পাঁচ ধাপ। ৭২৪ রেটিং নিয়ে ক্যারিয়ার সেরা ১২তম স্থানে উঠে এসেছেন লিটন।

এদিকে সর্বোচ্চ রেটিং অর্জন করে লিটন পিছনে ফেলেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবালকে। ২০১৭ সালের আগস্টে দেশের পক্ষে সর্বোচ্চ ৭০৯ রেটিং অর্জন করেছিলেন তামিম। এবার সেটাই ভেঙে লিটন দাস উঠে গেলেন চূড়ায়। লিটন-তামিমের পর বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রেটিং পয়েন্ট সাকিব আল হাসানের, ৬৯৪। 

পাঁচ ধাপ এগিয়ে লিটন পেছনে ফেলেছেন ডেভিড ওয়ার্নার, ডিন এলগার, টম ল্যাথাম, হেনরি নিকোলসদের। এদিকে  র‍্যাঙ্কিংয়ের  ১২তম স্থানে উঠে ঘাড়ে নিশ্বাস ফেলছেন সাবেক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। ৭৪২ রেটিং নিয়ে কোহলির অবস্থান র‍্যাঙ্কিংয়ের  দশে। ৪ রেটিং কম নিয়ে কোহলির পেছনেই রয়েছেন আরেক ভারতীয় ঋষভ পান্থ। কোহলির চেয়ে ১৮ রেটিং কম নিয়ে ১২তম অবস্থান লিটন দাসের। লিটন ছাড়াও ঢাকা টেস্টে ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। তাতেই ৭ ধাপ এগিয়ে টাইগার এই ব্যাটারের অবস্থান এখন  র‍্যাঙ্কিংয়ের ১৮ নম্বরে। ক্যারিয়ার সেরা ৬৭৫ রেটিং নিয়ে ধাওয়া করছেন হেনরি নিকোলস, অ্যাঞ্জেলো ম্যাথুসকে।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।