ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

সাকিব কি ফেরাবেন রিয়াদকে?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ জুন ২০২২ ০২:৪৮

টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন রিয়াদ৷ ছবি সংগৃহীত টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন রিয়াদ৷ ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ইংলিশ অলরাউন্ডার মঈন আলী অভিমানে গত বছরের সেপ্টেম্বরে তুলে রেখেছিলেন সাদা পোষাক৷ ইংল্যান্ড ক্রিকেটে রদবদলের পরে কোচ যোগাযোগ করেছিলেন মঈনের সাথে৷ দলে তার প্রয়োজনে কথা জানিয়েছেন মধুর আলোচনায়৷ ইতিবাচক সাড়া দিয়ে বলেছেন আমাকে ডাক দিও, আমার দরজা সবসময় খোলা৷ এছাড়াও স্টোকসের পরামর্শে টেস্ট একাদশে ফিরেছেন অ্যান্ডারসন ও স্ট্রুয়াড ব্রড৷

অনেকটা অভিমানে সাদা পোষাকের ক্রিকেটকে বিদায় বলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ৷ দলে নেই প্রায় এক বছর যাবৎ৷ সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ২০২১ সালে৷ ইতিহাসে লিখে রেখেছেন অপরাজিত ১৫০ রানের ইনিংস৷

৫০ টেস্টের ক্যারিয়ারে ৫ শতকে করেছেন ২৯১৪ রান৷ অর্ধশতকের সংখ্যা ১৬৷ বল হাতেও নিয়েছেন ৪৩ উইকেট৷

নেতৃত্বে ফিরেছেন সাকিব৷ রিয়াদকে কি ফেরাবেন নিজ দলে৷ যদি অনুরোধ করে নেতা, ফেলতে পারবেন কি রিয়াদ৷ এমন প্রশ্ন উঠতেই পারে৷ টেস্ট ক্রিকেটে এখনও রিয়াদের দেওয়ার বাকি আছে অনেক কিছুই৷ সাকিব ফেরানোর কাজ করবেন কি না অথবা রিয়াদ ফিরবেন কিনা তা সময়ে বলবে৷ তবে মঈন আলীর মত যদি দেশের ক্রিকেটের স্বার্থে অভিমান দূরে সরিয়ে রাখে রিয়াদ, দলের প্রয়োজনে সাকিব যদি লাগবেই বলে, দিনশেষে যদি তুলে রাখা জার্সি আরেকবার সবুজ গালিচার জন্য বের করেন তাহলে নিশ্চিতভাবেই লাভ দেশের ক্রিকেটের৷

বাংলাদেশ টেস্ট ক্রিকেটে আরেকবার নেতৃত্বের সুযোগ পেলেন সাকিব আল হাসান৷ বিশ্বসেরা এই অলরাউন্ডার বারংবার বিশ্রাম চাইলেও তার কাঁধেই দল পরিচালনার দায়িত্ব দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জনের কথাতে স্পষ্ট মুমিনুল চাপে পড়েই ছন্দ হারিয়েছেন সব কিছুতেই৷ তাই এমন একজনকে অধিনায়ক করার ভাবনায় ছিল বিসিবি যে সহজে কাটাতে পারবে চাপ৷ সেদিক বিবেচনায় সাকিব স্বাভাবিকভাবে প্রথম পছন্দ৷

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।