ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

দায়িত্ব নতুন, মিশন পুরনো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ জুন ২০২২ ১৮:৪৬

লিটন দাস৷ ছবি সংগৃহীত লিটন দাস৷ ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ছন্দপতন, ব্যর্থতা, অতপর দায়িত্ব হস্তান্তর৷ ২০১৯ সাল থেকে মাঝারি মানের দলকে নিয়ে সংগ্রাম করা মুমিনুল যখন পরিশ্রান্ত, বুঝতে পেরেছেন ব্যাটিং নিয়ে সময় এসেছে চিন্তা করার তখন দায়িত্ব ছেড়েছেন নিজে থেকেই৷ ঘোষণা হয়েছে নতুন অধিনায়কের নাম৷ তিন বছর পর যোগ হয়েছে ডেপুটি একজন৷

এর আগে দুইবার দেশকে প্রতিনিধিত্ব করা সাকিবের সঙ্গী লিটন দাস৷ ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা লিটনকে সাকিব চেয়েছিলেন বলে জানা যায় বিভিন্ন মাধ্যমে৷ দেশের ইতিহাসে সর্বোচ্চ রেটিং আর সেরা অবস্থানে বসেছেন তিনি। পরের দিনে পেলেন টেস্ট দলের সহ-অধিনায়কত্ব। স্ত্রীকে নিয়ে লন্ডনে ছুটি কাটাতে থাকা এই ক্রিকেটার এই খবরে দিয়েছেন নিজের প্রতিক্রিয়া।

লন্ডনে ছুটি কাটাতে থাকা লিটন সাকিবের সঙ্গে তার জুটির একটি ছবি দিয়ে লিখেছেন, 'নতুন দায়িত্ব, নতুন চ্যালেঞ্জ, মিশন কিন্তু আগেরটাই- বাংলাদেশকে ম্যাচ জেতানো।'

সবশেষ ১৩ টেস্টে ৫২.৩৬ গড়ে তার রান ১ হাজার ১৫২। যার ধারেকাছেও নেই বাংলাদেশের কেউ। পারফরম্যান্সের পুরস্কার লিটন পাচ্ছিলেন আইসিসি র‍্যাঙ্কিংয়ে। এবার দলের দায়িত্বের ভারও পড়ল তার উপর। নতুন ভূমিকায় লিটন কেমন করে তা দেখতে কৌতূহল থাকবে মানুষের।

২০২১ সালের ১ এপ্রিল৷ প্রথমবারের মত পঞ্চপান্ডবকে ছাড়া ম্যাচ খেলতে নেমে বাংলাদেশর অবস্থা দূর্বিষহ৷ নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ১০ ওভারের ম্যাচে ১৪১ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ অলআউট হয়েছিল মাত্র ৭৬ রানে৷ সে ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেন লিটন দাস৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।