ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

টেস্টে বাংলাদেশকে ফলাফল এনে দেওয়ার যোগ্য ব্যক্তি সাকিব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ জুন ২০২২ ০২:০০

বাংলাদেশ ক্রিকেটের বড় দুই আস্থা। ছবি সংগৃহীত বাংলাদেশ ক্রিকেটের বড় দুই আস্থা। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ নিজের ব্যাটিং নিয়ে খুব একটা চিন্তা শুরুতে না থাকলেও ব্যাটিং ছন্দে ফিরতে নেতৃত্ব ছেড়েছিলেন মুমিনুল  হক। তৃতীয় বারের মত লংঙ্গার ভার্সনের দায়িত্ব পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের নেতৃত্বে দল ভালো করবে বিশ্বাস ওপেনার তামিম ইকবালের। 

তামিম বলেন, বাংলাদেশে ক্রিকেটে লাল বলে নেতৃত্ব দেওয়া সবচেয়ে কঠিন কাজ। সাকিব এর আগে দুইবার নেতৃত্ব দেওয়ায় তার পক্ষে কাজটি সহজ হবে। তবে তাকে যথেষ্ঠ সময় দিতে হবে। তার প্রতি আস্থা রাখলে সে নেতৃত্ব দিয়ে দলকে ভালো ফলাফল এনে দিতে পারবে। সে যোগ্যতা তার রয়েছে। 

তামিম আরও বলেন' সাদা পোষাকে আমরা খুব একটা ভালো করতে পারিনা। আমি যখন ওয়ানডে অধিনায়ক হয়েছি তখন বলেছিলাম আমার সময় দরকার। সাকিবের ক্ষেত্রেও মোটেও ভিন্ন কিছু নয়। আশা করি ২-৩ বছরে টেস্টে আমরা ভালো দল হবো।'

এর আগে ২০০৯ ও ২০১৭ সালে টেস্ট অধিনায়ক হয়েছিলেন সাকিব। অধিনায়ক হিসেবে ১৪ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন দুই মেয়াদে। এর মধ্যে ৩টি জয় ১১টি হারের স্বাদ পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।