ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

টি-টুয়েন্টি নিয়ে কথা বলার সুযোগ পায়না তামিম!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ জুন ২০২২ ০৩:৩৫

তামিম ইকবাল। ছবি সংগৃৃহীত তামিম ইকবাল। ছবি সংগৃৃহীত

নট আউট ডেস্কঃ সংক্ষিপ্ত ফরম্যাটে তামিম নেই দীর্ঘসময়। সর্বশেষ বিশ্বকাপে যেমন ছিলেন না এই বামহাতি ব্যাটার, আসন্ন আসরেও সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে। ইতিমধ্যে ভাবনা জুড়ে এনামুল হক বিজয়। এবার নিজের না থাকা নিয়ে অভিযোগ তুলেছেন দেশসেরা ব্যাটারদের একজন। পরিকল্পনার বলার সুযোগ পাননা বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। 

তামিম ছয় মাসের ছুটি চেয়েছিল। বোর্ড তাকে সেই ছুটি দেওয়ার পর উইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি স্কোয়াডে না থাকায় গুঞ্জন উঠে তাহলে কি অলিখিতভাবে বিদায় জানালেন এই ফরম্যাটকে। তবে বিদায় নয় সুযোগ পায়না কথা বলার বলে মন্তব্য করে তামিম বলেন,‘টি-টোয়েন্টি নিয়ে যে পরিকল্পনা আমার, আমাকে তো বলার সুযোগই দেওয়া হয় না। হয় আপনারা বলে দেন, না হয় অন্য কেউ বলে দেয়। ওটাই চলতে থাকুক (হাসি)। আমার তো বলার সুযোগ দেওয়া হয় না।’ 


‘এটা এতদিন ধরে আমি ক্রিকেট খেলি এতটুক আমি ডিজার্ভ করি,আমি কি চিন্তা করি না চিন্তা করি এটা আমার মুখ থেকে শোনা। কিন্তু হয় আপনারা কোনো ধরনা দিয়ে দেন, বা অন্য কেউ এসে বলে দেয়। যখন বলেই দেয় তখন আমার এখানে কিছু বলার নেই।’

তামিম সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২০২০ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে। সেই ম্যাচে ব্যাট হাতে ৪১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। সাসনে উঁকি দিচ্ছে আরও একটি বিশ্বকাপ।

আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়াতে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। এর আগে অবশ্য শ্রীলঙ্কা হবে এশিয়া কাপ। বিশ্বকাপের বছরে হওয়ায় এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। সেখানে তামিমকে পাওয়া যাবে কিনা সেটি নিয়েই বারবার প্রশ্ন উঠছে।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।