ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

সাকিব ভাইয়ের নেতৃত্বে খেলতে ভালো লাগে: নাঈম

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ জুন ২০২২ ০৭:১৩

স্পিনার নাঈম হাসান। ফাইল ছবি স্পিনার নাঈম হাসান। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ দ্বিতীয় মেয়াদে সাকিব বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বে থাকাকালীন, ২০১৮ সালে আন্তর্জাতিক অঙ্গনে পদার্পণ করেছিলেন স্পিনার নাঈম হাসান। নিজের অভিষেক টেস্টে এই স্পিনার গড়েছিলেন বিশ্বরেকর্ডও। ক্যারিবিয়ানদের পাঁচ উইকেট তুলে নিয়ে করেছিলেন, সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেকে ৫ উইকেট নেওয়ার কীর্তি। এরপর সাকিবের অধিনায়কত্বে আরও দুটি ম্যাচও খেলেন নাঈম।

এবার তৃতীয় মেয়াদে ফের জাতীয় দলের দায়িত্ব পেয়েছেন সাকিব আল হাসান৷ আর তাতেই চওড়া হাসি নাঈম হাসানের মুখেও। কেননা, অধিনায়ক সাকিবের থেকে মাঠেই চাইলে পাওয়া যায় সাহায্য। যদিও নাঈম অকপটে স্বীকারও করেছেন। অধিনায়ক সাকিব বা থাকুক বা না থাকুক, সবসময় সাকিবের সাহায্যের হাতটা নাঈমের কাঁধেই থাকে। 

সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজ দিয়ে দীর্ঘ দিন পর দলে ফিরেছিলেন নাঈম। ক্যারিয়ার সেরা বোলিংয়ে রাঙিয়েছিলেন নিজের ফেরার ম্যাচটা। যদিও সে ম্যাচেই আবার চোটের কারণে ছিটকেও যেতে হয়েছে এই স্পিনারকে।  যার কারণে বাংলাদেশ দল যখন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ব্যস্ত সময় পার করছে, নাঈম তখন নিজের পুনর্বাসনেই নজর দিচ্ছেন। তাই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে দর্শক হয়েই থাকতে হচ্ছে নাঈমকে।

এদিকে অধিনায়ক সাকিবের নেতৃত্বে ফের খেলতে মুখিয়ে আছেন এই স্পিনার। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নাঈম বলেন, ‘সাকিব ভাইয়ের অধীনে খেললেতো ভালো লাগে। সৌরভ ভাইও (মুমিনুল হক) অনেক সাহায্য করে, যেটা সত্য কথা। সাকিব ভাইয়ের অধীনেও খেলেছি সাকিব ভাইও সাহায্য করেছে। সাকিব ভাই যখন অধিনায়ক ছিল না তখনও সাহায্য করেছে। খেলতে পারলে (ওয়েস্ট ইডিজ সফরে) তো ভালোই লাগত।’

আগেও যখন প্রথম সিরিজ খেলেছি তখন টানা দুইটা জিতেছি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। তখনও ভালো লাগছিল। সাকিব ভাই তো অধিনায়ক হিসেবে অনেক ভালো, উনি তো অনেক সিনিয়র খেলোয়াড়।’ যোগ করে বলেন নাঈম।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।