ঢাকা | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১

সীতাকুণ্ডের আগুন কাঁদাচ্ছে মাশরাফিদের!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ জুন ২০২২ ২৩:১৩

সীতাকুণ্ডে আগুন। ছবি সংগৃহীত সীতাকুণ্ডে আগুন। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ছুঁয়ে গেছে ক্রীড়াবিদদের। আহতদের পাশে দাঁড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমে তারা জানিয়েছেন আকুতি। তাদের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন তারকারা।

মাশরাফি মুর্তজা লিখেছেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনারের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের প্রতি রইল সহমর্মিতা। সবাই প্রার্থনা করি।’

চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল বলেন, ‘দয়া করে যে যেখানে আছেন সাধ্যের মধ্যে থাকলে এখনই ছুটে যান, আপনার এক ব্যাগ রক্ত হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ। আপনার পরিচিত রক্তযোদ্ধা বন্ধুদেরও আসার জন্য অনুরোধ করুন।’

জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘আজ (রোববার) এক কঠিন সকাল ছিল আমার ও গোটা দেশবাসীর জন্য। সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সব শহিদ ভাই-বোনের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি।’ আরেক ফুটবলার তপু বর্মণ বলেন, ‘প্রাকৃতিক সৌন্দর্যের শহর সীতাকুণ্ড আজ ভালো নেই। ভগবান সহায় হোন।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।