ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

দলের সঙ্গে উইন্ডিজ সফরে যাবেন না সাকিব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৭ জুন ২০২২ ০২:২১

সাকিব আল হাসান। ফাইল ছবি সাকিব আল হাসান। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ দল। আসন্ন এই সফরকে সামনে রেখে তিনটি ধাপে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে টাইগাররা। প্রথম ধাপে গত ৩ জুন বাংলাদেশ দলের একাংশ ক্যারিবীয় দ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সব ঠিক থাকলে আজ (সোমবার) তামিম ইকবাল, মেহেদী মিরাজ ও ইয়াসির রাব্বিরা উড়াল দিবেন ক্যারিবীয় দ্বীপে। এদিকে তৃতীয় ও সবশেষ ধাপে আগামী ৯ তারিখ ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে দলের বাকি ক্রিকেটারদের।

এদিকে এই তিন ধাপের কোনোটিতেই যাচ্ছেন না সদ্য বাংলাদেশ টেস্ট দলের কাপ্তানির দায়িত্ব পাওয়া সাকিব আল হাসান। আলাদাভাবে সবার শেষে ওয়েস্ট ইন্ডিজে যাবেন তিনি। আগামী ৯ জুন ব্যক্তিগতভাবে ঢাকা ছাড়ার কথা রয়েছে সাকিবের। সব ঠিক থাকলে ১০ বা ১২ জুন অ্যান্টিগাতে দলের সঙ্গে যোগ দিবেন টাইগারদের নবনিযুক্ত টেস্ট অধিনায়ক।

এদিকে দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন না আরেক টাইগার তারকা লিটন দাসও। সহধর্মিণীকে নিয়ে এই উইকেটরক্ষক ব্যাটার এখন অবস্থান করেছেন লন্ডনে। সেখান থেকে সরাসরি অ্যান্টিগার উদ্দেশ্যে উড়াল দিবেন তিনি। এছাড়া নুরুল হাসান সোহানও ছুটি কাটিয়ে সরাসরি যোগ দিবেন দলের সঙ্গে।

আগামী ১৬ জুন দুই টেস্টের সিরিজ দিয়ে, দীর্ঘ এক মাসের ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করবে বাংলাদেশ দল। সফরে দুটি টেস্ট ছাড়াও, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। আগামী ১৬ জুলাই ওয়ানডে সিরিজ দিয়েই শেষ হবে বাংলাদেশের এবারকার ওয়েস্ট ইন্ডিজ সফর।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, মুমিনুল হক, তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, রেজাউর রহমান রাজা, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম ও শহিদুল ইসলাম।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন ও নাসুম আহমেদ।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), এনামুল হক বিজয়, লিটন দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মেহেদি হাসান, নুরুল হাসান সোহান ও শহীদুল ইসলাম।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।