ঢাকা | শনিবার, ১৫ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

উইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে নিশ্চিত তাসকিন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৭ জুন ২০২২ ০৫:৩৭

তাসকিন আহমেদ। ছবি সংগৃহীত তাসকিন আহমেদ। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ইনজুরিতে ছিটকে যাওয়া পেসার তাসকিন আহমেদকে নিয়ে মিলেছে স্বস্তির সংবাদ। ঘরের মাঠে শ্রীলংকা সিরিজ খেলতে না পারলেও উইন্ডিজ সফরে ওয়ানডে দিয়ে আবার দলে ফিরছেন এই দ্রুতগতির বোলার। যে কয়েকদিন ফাঁকা সময় রয়েছে তাতে করে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বিশ্বাস বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর। 

সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে দেবাশীষ চৌধুরী বলেন,তাসকিন ইতমধ্যে ৭০-৮০ শতাংশ সুস্থ হয়ে উঠেছে। আমরা আশাকরি উইন্ডিজে সে রঙ্গিন পোষাকে খেলতে পারবে। তাসকিনকে নিয়ে স্বস্তির খবর দিলেও কিছুটা হতাশাজনক খবর আরেক পেসার শরিফুলকে নিয়ে। 

একই সফর অর্থ্যাৎ দক্ষিণ আফ্রিকা থেকে তাসকিনের মত শরিফুলকেও ফিরতে হয়েছিল ইনজুরি নিয়ে। ঘরের মাঠে ব্যাটিং করতে গিয়ে আরেক দফায় ইনজুরিতে পরেন এই বামহাতি বোলার। ক্যারিবীয় সফরে নাম থাকলেও যাওয়ার আগে তাকে স্কিল ক্যাম্প করতে হবে বাংলাদেশ টাইগার্সে। সোমাবার সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন, বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

আঙুলের চোটে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট দলে নেই শরিফুল। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে আছেন। এখন দেশ ছাড়ার আগে আগামী ১২ জুন থেকে শরিফুলের বাংলাদেশ টাইগার্সে স্কিল ক্যাম্পে অংশ নেওয়ার কথা। মূলত পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবেই তাকে এই ক্যাম্পে রাখা।

ক্যাম্পে পুনর্বাসন প্রক্রিয়া ও স্কিল ট্রেনিং একসঙ্গে চলবে জানিয়ে বিসিবির এই চিকিৎসক আরও বলেছেন, ‘ক্যাম্পে ফিজিওথেরাপি, পুনর্বাসন ও স্কিল ট্রেনিং একসঙ্গে চলবে। যেহেতু শরিফুলের ইনজুরি নন-বোলিং হ্যান্ডে, আশা করছি কোনও সমস্যা হবে না।’

ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকা শরিফুল দেশ ছাড়বেন ২৩ জুন। দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ শুরু হবে টেস্ট সিরিজ দিয়ে। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ১৬ জুন। এরপর দ্বিতীয় টেস্ট ড্যারেন স্যামি স্টেডিয়ামে ২৪ জুন থেকে। টেস্টের পর তিন টি-টোয়েন্টি হবে ২, ৩ ও ৭ জুলাই। এরপর তিন ওয়ানডে হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।