সাদা পোষাকে মুশফিকের উন্নতি
প্রকাশিত: ৯ জুন ২০২২ ০৪:৪৭

নট আউট ডেস্কঃ সর্বশেষ কুড়ি ওভারের বিশ্বকাপ থেকে অনেকটা ছন্দহীন সময় পার করেছিলেন মুশফিকুর রহিম। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে ব্যাট হাতে খেলেছেন নান্দনিক ইনিংস। পূরণ করেছেন পাঁচ হাজার রানের মাইলফলক। আরেকবার আইসিসির মাসসেরার তালিকায় তুলেছেন নিজের নাম। সাথে উন্নতি হয়েছে র্যাঙ্কিংয়ে।
বুধবার আইসিসি প্রকাশ করে ব্যাটারদের সর্বশেষ র্যাঙ্কিং।হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন মুশফিক। বর্তমানে মুশফিক অবস্থান করছেন ১৬ নম্বরে।বর্তমানে তার রেটিং ৬৭৫।
মিস্টার ডিপেন্ডবল খ্যাত মুশফিকুর রহিম চট্টগ্রামে ১০৫ রানের ইনিংস খেলেছিলেন। ওই ইনিংসের পর ৬১৭ পয়েন্ট নিয়ে উইকেটকিপার ব্যাটারের র্যাঙ্কিং দাঁড়ায় ২৫। দ্বিতীয় টেস্টেও রক্ষাকর্তা ছিলেন তিনি। লঙ্কানদের বিপক্ষে ২৪ রানে পড়ে যায় ৫ উইকেট। তখন শত রানের নিচে স্বাগতিকদের গুটিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। তখন বাংলাদেশকে টেনে তুলে মুশফিক-লিটনের ষষ্ঠ উইকেট জুটি। প্রথম ইনিংসে তাদের বিশ্বরেকর্ড গড়া ২৭২ রানের জুটিতেই ৩৬৫ রানের সংগ্রহ পায় স্বাগতিক দল। মুশফিক সেখানে খেলেন অপরাজিত ১৭৫ রানের ইনিংস। তার পরেই ৭ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছিলেন ১৮তম স্থানে।
এদিকে টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় আগের মতোই ১ নম্বরে রয়েছেন মারনাস ল্যাবুশেন। অজি ব্যাটারের রেটিং ৮৯২। দুই ধাপ এগিয়ে ইংলিশ ব্যাটার জো রুট আছেন দুই নম্বরে। তার রেটিং পয়েন্ট ৮৮২। এক ধাপ পিছিয়ে যাওয়া স্মিথের রেটিং এখন ৮৪৫। এক সময় র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বাবর আজম আছেন চার নম্বরে। দুই ধাপ পিছিয়ে কিউই ব্যাটার কেন উইলিয়ামসন চলে গেছেন পাঁচে।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: