ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

তিন নতুন মুখ নিয়ে টেস্ট দল ঘোষণা ক্যারিবীয়দের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ জুন ২০২২ ২১:০৬

চোটের কারণে দলে নেই রোচ। ফাইল ছবি চোটের কারণে দলে নেই রোচ। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। আগামী ১৬ জুন থেকে দুই টেস্টের সিরিজ দিয়ে, ক্যারিবীয় সফর শুরু করবে টাইগাররা। এদিকে প্রথম টেস্টের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে ক্যারিবীয় বোর্ড। যেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিন ক্রিকেটার।

উইন্ডিজের লিমিটেড ওভারের ক্রিকেটে আগেই সুযোগ পাওয়া উইকেটরক্ষক ব্যাটার ডেভন থমাস, প্রথমবারের মতো ডাক পেয়েছেন টেস্ট দলে। এদিকে বাঁহাতি স্পিনার গুদাকেশ মতির ও ডাক পেয়েছেন প্রথমবার। এর আগে এই স্পিনার ক্যারিবীয়দের হয়ে খেলেছেন টি-টোয়েন্টিতে।এছাড়া পেস অলরাউন্ডার অ্যান্ডারসন ফিলিপকেও রাখা হয়েছে দলে।

তবে চোটের কারণে দল নেই অভিজ্ঞ পেসার কেমার রোচ। সিরিজের আগেই ফিটনেস টেস্টে পাস করতে পারলে, দলের সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে তাকে। এদিকে বিশ্রাম দেওয়া হয়েছে তারকা অলরাউন্ডার জেসন হোল্ডারকে। টানা খেলার ধকল সামলাতে এই তারকা বিশ্রামে থাকবেন পুরো বাংলাদেশ সিরিজেই।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), এনক্রুমা বোনার, জারমেইন ব্ল্যাকউড, জন ক্যাম্পবেল, জোশুয়া দা সিলভা, কাইল মায়ার্স, গুদাকেশ মতি, আলজারি জোসেফ, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রেইফার, ডেভন থমাস ও জেডেন সিলস।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।