হোল্ডারের বিশ্রাম বাংলাদেশের জন্য প্রশান্তির
প্রকাশিত: ১০ জুন ২০২২ ০৬:১৯

মশিউর রহমান শাওনঃ বাইশ গজের লড়াইয়ে দলের জয়ে ধারাবাহিক ভাবে অবদান রাখা খেলোয়াড় নিশ্চিতভাবেই বিপক্ষ দলের জন্য ভয়ের কারন। প্রতিটি দলে রয়েছে এমন বেশ কিছু খেলোয়াড় যাদের নিয়ে আলাদা পরিকল্পনা সাজাতে হয় প্রতিপক্ষ দলকে। উইন্ডিজ ক্রিকেট দলে এমন খেলোয়াড়ের সংখ্যা অবশ্য অনেক হলেও সাদা পোষাকে তাদের মধ্যে অন্যতম জেসন হোল্ডার। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বাংলাদেশের এবারের সফরে বিশেষ করে লাল বলের সিরিজে বড় প্রভাব রাখাা সম্ভাহনা ছিল এই দ্রুতগতির বোলারের। তবে টেস্টে বাংলাদেশের বিপক্ষে যতটা কার্যকর ব্যাট-বলে ঠিক ততটাই কিংবা তার থেকেও বেশিই মলিন বাকি দুই সংস্করণে।
বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দারুণ হওয়ায় স্বাভাবিক ভাবে ম্যানেজম্যান্টকে করতে হতো বিশেষ পরিকল্পনা। তবে আপাতত তা লাগছে না। টানা খেলার ধকল সামলাতে এই তারকা বিশ্রামে থাকবেন পুরো বাংলাদেশ সিরিজেই। নিজেদের বিপক্ষে এই অলরাউন্ডারের অতীত পরিসংখ্যান দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতেই পারে টিম টাইগার।
বাংলাদেশ-উইন্ডিজ সাদা পোষাকে লড়াই শুরু হয়েছিল ২০০২ সালে। দুই দশকে দুই দল খেলেছে ৯ সিরিজ। এই সিরিজগুলোর মধ্যে এক সিরিজে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় সবার উপরে জেসন হোল্ডার। দুই ম্যাচ খেলে তার ঝুলিতে রয়েছে ১৬ উইকেট। যা অন্যকোন বোলারের নেই। এছাড়াও ব্যাট হাতে দুই ম্যাচের তিন ইনিংসে ৩৩.৫০ গড়ে করেছেন ৬৭ রান। সর্বোচ্চ ৩৩। শেষ দিকে এমন গড় নিশ্চই তৈরী করতো ম্যাচের ব্যবধান।
একদিনের ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে অবশ্য খুব একটা সমৃদ্ধ নয় হোল্ডারের ক্যারিয়ার। দশ ম্যাচে পেয়েছেন মাত্র ৮ উইকেট। রান করেছেন ১৬২। কুড়ি ওভারের ক্রিকেটে ম্যাচ সংখ্যা মোটে এক। সেই ম্যাচে ২২ রান খরচে সংগ্রহশালায় যোগ হয়েছিল এক উইকেট। ব্যাট হাতে করেছিল ১৫ রান।
জেসন হোল্ডার যখন বিশ্রামে তখন ইনজুরির কারনে প্রথম টেস্টের ১২ সদস্যের স্কোয়াডে সুযোগ হয়নি কেমার রোচের। যদিও ফিটনেস টেস্টে পাশ করলে রাখা হবে দলে। দুই দলের লড়াইয়ে সবচেয়ে বেশি উইকেট বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের। সাকিবের চেয়ে ১২ উইকেট কম নিয়ে অর্থ্যাৎ ৩৪ উইকেট নিয়ে তালিকায় দ্বিতীয়তে রয়েছেন কেমার রোচ।
বাংলাদেশ-উইন্ডিজের মধ্যকার দশতম টেস্ট সিরিজ শুরু চলতি মাসের ১৬ তারিখে।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল: এনক্রুমা বোনার, ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড, জন ক্যাম্পবেল, জোশুয়া দা সিলভা, কাইল মায়ার্স, গুদাকেশ মতি, আলজারি জোসেফ, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রেইফার, ডেভন থমাস ও জেডেন সিলস।
বাংলাদেশ টেস্ট দল- মুমিনুল হক , তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও কাজী নুরুল হাসান সোহান।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: