সাকিবকে ছাড়াই প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ
প্রকাশিত: ১০ জুন ২০২২ ১৯:৪৯

নট আউট ডেস্ক: ব্যর্থতা মেনে ব্যাটিং ছন্দে পুরনো রূপে ফিরতে নেতৃত্ব ছেড়েছিলেন মুমিনুল হক৷ তৃতীয়বারের মত টেস্ট দলে দায়িত্ব পেয়েছেন সাকিব আল হাসান৷ চলতি মাসের শুরুতে এমন দায়িত্ব পাওয়ার পর সাকিবের প্রথম সিরিজ উইন্ডিজ৷ তবে এই সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে নেতার সার্ভিস পাবে না টাইগার শিবির৷
উইন্ডিজের বিপক্ষে দশম টেস্ট সিরিজ খেলার আগে কয়েক দফায় দেশ ছাড়েন ক্রিকেটাররা৷ এক বন্ধনে আবৃত হওয়ার পর গতকাল প্রথমবারের মত অনুশীলন করেছিল তামিম-লিটনরা৷ একদিনের অনুশীলেন শুক্রবার তিন প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ৷
শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে সাকিবের দলে যোগ দেওয়ার কথা থাকলেও সময় পিছিয়েছে একদিন৷ ১১ জুন দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে টেস্ট অধিনায়কের৷
টেস্ট নেতৃত্ব পাওয়ার পর সাকিবের দলকে নেতৃত্ব দেওয়ার প্রথম সুযোগ তিন দিনের এই প্রস্তুতি ম্যাচ। দলের সঙ্গে থাকলে সাকিব হয়তো এই ম্যাচ থেকেই টেস্ট নিয়ে নিজের চিন্তাটা সতীর্থদের মধ্যে ছড়িয়ে দিতে পারতেন। মাঠের খেলায় নিজের চিন্তাভাবনার বাস্তবায়নও ঘটাতে পারতেন। কিন্তু সেটি এখন আর হচ্ছে কই!
১৬ জুন থেকে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ২৪ জুন সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: