কন্ডিশনে মানিয়ে নেয়ার আশায় শান্ত
প্রকাশিত: ১১ জুন ২০২২ ০৪:২২

স্পেশাল করেসপন্ডেন্টঃ বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ- পৃথিবীর দুই প্রান্তে অবস্থিত। দুই দেশের সময়ের পার্থক্য দিন-রাতের মতোই। এসবের সঙ্গে বাংলাদেশ দলের এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরটাকে নিস্তরঙ্গ করে দিয়েছে তথ্যের অপ্রাপ্যতা। সফরে দলের সঙ্গে নেই মিডিয়া ম্যানেজার, নেই নির্বাচকদের কেউ। তাই টাইগারদের খবর পাওয়া কঠিন কাজ হয়ে পড়েছে সংবাদকর্মীদের জন্য।
গত বৃহস্পতিবার অ্যান্টিগায় প্রথমবার দলগত অনুশীলন করেছে সফরকারীরা। নেট অনুশীলনে বেশ চাঙ্গাই ছিলেন টাইগাররা। তামিম ইকবাল, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত’রা নেটে টানা ব্যাটিং করেছেন। এবাদত হোসেন, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মেহেদী হাসান মিরাজরাও বোলিং করেছেন পুরোদমে। ফিল্ডিং সেশনও হয়েছে।
হেড কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং কোচ জেমি সিডন্স, বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট শীষ্যদের নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন।
অনুশীলনের তৃপ্তিতেই কন্ডিশনে মানিয়ে নেয়ার আশাবাদ ব্যক্ত করলেন শান্ত। বাঁহাতি এ টপ অর্ডার ব্যাটসম্যান বলেছেন, ‘একটা ইতিবাচক দিক ছিল যে আমরা আগে আসছি কয়েকজন। তো আগে আসার কারণে যে জিনিসটা হল, যেহেতু অনেক দূর বাংলাদেশ থেকে, তো জেট ল্যাগের যে ব্যাপারটা ছিল সেটা কাটিয়ে উঠতে পেরেছি আমরা। আগে আসার কারণে আমরা জিম করেছি, একটু মজাদার গেমস খেলছি। সব মিলিয়ে এখানে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা ওটা ভালো হয়েছে।’
তরুণ এ ব্যাটসম্যান আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ খুব ভালো অনুশীলন হয়েছে, ফিল্ডিং, ব্যাটিং সেশনও করেছি। এখনো পর্যন্ত খুব ভালো অবস্থানে আছি। সামনে আমাদের একটা প্রস্তুতি ম্যাচও আছে। আশা করছি খুব ভালোভাবে মানিয়ে নিতে পারব।’
শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল। অ্যান্টিগায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। যেখানে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বোর্ড প্রেসিডেন্টস একাদশ বাংলাদেশের প্রতিপক্ষ।
-নট আউট/এমজেএ/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: