প্রস্তুতি ম্যাচে তামিমের সেঞ্চুরি
প্রকাশিত: ১১ জুন ২০২২ ১০:৫৮

স্পেশাল করেসপন্ডেন্টঃ ওয়েস্ট ইন্ডিজ সফরে একমাত্র প্রস্তুতি ম্যাচের শুরুটা মিশ্র অভিজ্ঞতায় কাটছে বাংলাদেশ দলের। মাত্র একদিনের নেট অনুশীলন শেষে অ্যান্টিগায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) প্রেসিডেন্টস একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলছে টাইগাররা। নিছক প্রস্তুতি ম্যাচ হলেও বাংলাদেশের অনেক ব্যাটসম্যান সুবিধা করতে পারছেন না।
শূন্য রানে আউট হয়েছেন ওপেনার মাহমুদুল হাসান জয়, নেতৃত্বের চাপ থেকে মুক্তি নেয়া মুমিনুল হক। লিটন দাসও দ্রুত ফিরেছেন। তারপরও এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫৫ ওভার ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৭৭ রান।
যার পেছনে মূলত অবদান তামিম ইকবালের। প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতিটা ভালোই হয়েছে তার। শুক্রবার ১৬২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এ বাঁহাতি ওপেনার। সেঞ্চুরির সময় তার ইনিংসে ছিল ১৪ টি চার ও ১টি ছক্কা।
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ আগে ব্যাটিং করতে নেমেছিল। ইনিংসের দ্বিতীয় ওভারেই মাহমুদুল হাসান জয় ক্যাচ দেন। টিম ম্যানেজমেন্টের জন্য নিশ্চয়ই এটা খুবই চিন্তার কারণ যে প্রতিভাবান এ তরুণ ডানহাতি ওপেনার নিয়মিতই শূন্য রানে আউট হচ্ছেন।
রানের খাতাই খুলতে পারছেন না জয়। অ্যান্টিগায়ও ৬ বল খেলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন। অল্প কদিনের ক্যারিয়ারে বারবারই শূন্য রানে আউট হচ্ছেন জয়। যা বড়সড় চিন্তার কারণই বটে।
পরে তামিম-শান্ত’র ১৪০ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তাদের জুটি ভাঙে শান্ত হাফ সেঞ্চুরি করে আউট হলে। তিনি ৫৪ রান করেন। পরের ১০ রানে আরও ২ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
অধিনায়কত্বের চাপ থেকে মুক্তি মিললেও মুমিনুলের ব্যাটে রান খরা অব্যাহত রয়েছে। এমনিতেই প্রস্তুতি ম্যাচ, ম্যাচে ছিল না কোনো চাপ, শান্ত আউট হওয়ার পর এ বাঁহাতি মাঠে নামেন। কিন্তু মুমিনুল যেন রান করতেই ভুলে গেছেন। প্রস্তুতি ম্যাচেও ব্যর্থ তিনি। ৬ বল খেলে আউট হয়ে গেছেন এ বাঁহাতি ব্যাটসম্যান। বলা বাহুল্য, এ যাত্রাও তিনি রানের খাতা খুলতে ব্যর্থ। টেস্ট ক্রিকেটে টানা ৮ ইনিংসে দুঅঙ্কের ঘর পার হতে পারেননি মুমিনুল। প্রস্তুতি ম্যাচে সেই চাপ কাটিয়ে উঠার সুযোগ ছিল তার সামনে। কিন্তু তার ব্যাট এখনও ঘুমিয়ে।
সাকিব আল হাসান না থাকায় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। অ্যান্টিগায় ১৯ বলে ৪ রান করে ক্যাচ দিয়েছেন লিটন। তার বিদায়ের পর তামিমের সঙ্গে ব্যাট করছেন ইয়াসির আলী রাব্বি।
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: