ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

ছুটি কাটিয়ে দলের সাথে যোগ দেওয়ার পথে সাকিব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০২২ ০০:৫০

সাকিব আল হাসান। ছবি সংগৃহীত সাকিব আল হাসান। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ তৃতীয় বারের মত টেস্ট দলের দায়িত্বে বিশ্বসেরা সাকিব আল হাসান। উইন্ডিজের বিপক্ষে আরেকবার সাকিবের অলরাউন্ডিং পারফরম্যান্সের সাথের বুদ্ধির লড়াই দেখার অপেক্ষা। টেস্ট সিরিজকে সামনে রেখে সবাই যখন দেশ ছাড়তে শুরু করেছিল তখন দেশ ছেড়েছিল সাকিব নিজেও তবে তা দলে যোগ দিতে নয়। বিসিবি থেকে ছুটি নিতে সাকিব গিয়েছিল যুক্তরাষ্ট্র। ছুটি শেষে আজ দলের সাথে যোগ দিবেন নেতা সাকিব আল হাসান। নিশ্চই রয়েছেন ফুরফুরে মেজাজে। যা দলের  জন্য বড্ড প্রয়োজন। 

সাকিব যখন পরিবারের সাথে আনন্দে সময় কাটাচ্ছেন তখন বাংলাদেশ দল নিজেদের প্রস্তুত করতে খেলতে নেমেছিল প্রস্তুতি ম্যাচ। সেই ম্যাচের স্কোর দেখলে সাকিব নিশ্চই কিছুটা বিভ্রান্ত হবেন। তামিম ও শান্ত ছাড়া কেউ গড়তে পারেনি প্রতিরোধ। মুুমিনুল-জয়ের শূণ্য রানে ফিরেছেন সাজঘরে। নেতৃত্বে থাকা লিটন করতে পারেননি ভালো কিছু। 

সাকিবের অনুপস্থিতিতে উইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে দলকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক লিটন দাস। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে সাকিব গিয়েছিলেন সিঙ্গাপুরে নিয়মিত চেক-আপ করাতে। ডাক্তার দেখিয়ে দেশে ফিরে নেন টেস্ট দলের দায়িত্ব। এরপর অনেকটা গোপনেই দেশ ছাড়েন যুক্তরাষ্ট্রের উদ্দেশে। পরিবারের সঙ্গে কটা দিন ছুটি কাটিয়ে এবার দলের ফেরার পালা। আজ ১১ জুন শনিবার সাকিবের দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন টিম অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল।

আগামী ১৬ জুন থেকে অ্যান্টিগায় শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২৪ জুন সেন্ট লুসিয়ার ড্যারেন সামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।