ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

৩১০ রানে বাংলাদেশের প্রথম ইনিংস ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১২ জুন ২০২২ ১০:০৫

তামিম ইকবাল। ফাইল ছবি তামিম ইকবাল। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ অ্যান্টিগায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) প্রেসিডেন্টস একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে লড়ছে বাংলাদেশ দল। তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও শনিবার কিছুক্ষণ ব্যাটিং করেছে সফরকারী দল। কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে আজ ৩৬ রান যোগ করেই প্রথম ইনিংস ঘোষণা করেন লিটন দাস। ৭ উইকেটে ৩১০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ দল।

জবাবে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) প্রেসিডেন্টস একাদশ। ব্যাটিংয়ের পর বোলিংয়েও সুখবর নেই বাংলাদেশের। এই রিপোর্ট লেখার সময় ২৫ ওভারে বিনা উইকেটে ৮৮ রান তুলেছে স্বাগতিকরা। ত্যাগনারায়ণ চন্দরপল অপরাজিত ৫১, সলোজানো অপরাজিত ৩৩ রান করেন। বাংলাদেশের এবাদত, খালেদ, রেজাউর রহমান রাজা, মিরাজ বোলিং করেছেন কোনো উইকেট পাননি।

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হয়ে ব্যাটিংটা ঠিকঠাক করেছেন শুধু তামিম ইকবাল। সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। নাজমুল হোসেন শান্ত হাফ সেঞ্চুরি করেছেন। নুরুল হাসান সোহানও কিছুটা রান পেয়েছেন। বাকিদের ব্যাটিং প্রস্তুতি বলা ভালো হয়নি।

শনিবার ম্যাচের দ্বিতীয় দিনের খেলার শুরুতে তামিম ও মোসাদ্দেক হোসেন সৈকত নেমেছিলেন। মোসাদ্দেক ১৯ রান করে ক্যাচ দেন রোস্টন চেইজের হাতে। তারপর রেজাউর রহমান রাজা উইকেটে আসলেও ব্যাট হাতে বেশিক্ষণ থাকতে হয়নি তাকে। দ্রুতই ইনিংস ঘোষণা করা হয়। একপ্রান্তে তামিম অটল ছিলেন। ১৬২ রানে অপরাজিত ছিলেন তিনি। গোটা ইনিংসে ২১টি চার ও ১টি ছয় মারেন তিনি।

বাংলাদেশের পক্ষে শান্ত ৫৪, লিটন ৪, ইয়াসির আলী ১১, নুরুল হাসান সোহান ৩৫, মেহেদী হাসান মিরাজ ৭ রান করেন।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।