হাল ছাড়েননি আল-আমিন
প্রকাশিত: ১৫ জুন ২০২২ ০৪:০৬

স্পেশাল করেসপন্ডেন্ট: বাংলাদেশের পেস আক্রমণের নিয়মিত সদস্য ছিলেন, উইকেট টেকিং বোলার হিসেবে আল-আমিন হোসেন ছিলেন অধিনায়কদের আস্থা। সময় গড়িয়েছে অনেক। ২০২০ সালে সর্বশেষ জাতীয় দলে খেলেছিলেন ডানহাতি এ পেসার। ইনজুরি, ফর্মহীনতা মিলে গত ২ বছরে জাতীয় দলে জায়গা হয়নি তার।
তবে এখনও হাল ছাড়েননি ৩২ বছর বয়সী এ পেসার। জাতীয় দলে ফেরার আশা নিয়েই পরিশ্রম করে যাচ্ছেন আল-আমিন।
জাতীয় দলে এখন এক ঝাঁক পেসার। তাই দলে আসাও কঠিন। আল-আমিনের মতে, এখন পেস বিপ্লব চলছে বাংলাদেশে। মঙ্গলবার অভিজ্ঞ এ পেসার বলেছেন, ‘এখন বাংলাদেশে পেস বোলিং বিপ্লব চলছে। ৩-৪টা করে পেস বোলার খেলে। যারা বাইরে আছে তারাও খুব ভালো করছে।’
জাতীয় দলে ফেরার চেষ্টাতেই নিজেকে নিয়োজিত রেখেছেন আল-আমিন। আজ তিনি বলেছেন, ‘ক্রিকেট খেলতে হলে জাতীয় দলের মত জাতীয় দলের বাইরেও খেলতে হবে। এটাই আসলে জীবন। যখন জাতীয় দলে খেলিনি তখন তো বাইরে পারফর্ম করেই দলে ঢুকেছি। ইনজুরির কারণে জাতীয় দলে ছিলাম না। চেষ্টা করছি পারফর্ম করে কীভাবে আবার কামব্যাক করা যায়।’
জাতীয় দলের বাইরে থাকা পেসারদের নিয়ে মিরপুর স্টেডিয়ামে কাজ করছেন বিসিবির কোচরা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আল-আমিন বলেন, ‘খুব ভালো একটা প্র্যাকটিসের ব্যবস্থা হয়েছে, ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই। আমরা যারা জাতীয় দলের সাথে সংযুক্ত নেই তাদেরকে নিয়ে ক্যাম্পে স্থানীয় কোচ তালহা ভাই, নাজমুল ভাইরা খুব ভালো কাজ করছেন। অনেক দিন ধরে হয়ত আমরা খেলছি কিন্তু নিজেদের ভুলভ্রান্তি ধরতে পারছিলাম না। এখানে ভিডিও হচ্ছে, যার যে সমস্যা সেটা নিয়ে নির্দিষ্ট করে কাজ হচ্ছে।’
স্কিল নিয়েই ক্যাম্পে কাজ করছেন পেসাররা। আল-আমিন বলেন, ‘যখন ম্যাচের মধ্যে ঢুকব তখন উইকেটের চিন্তা করা উচিৎ। আমাদের এখানে স্কিল নিয়েই মূলত কাজ হচ্ছে। কারও আউটসুইং ভালো, কারও ইনসুইং কম, ইয়র্কার, কারও বোলিং করার সময় বডি বাঁকা হয়... স্কিলের সমস্যাগুলো নিয়েই ক্যাম্প হচ্ছে।’
ওয়েস্ট ইন্ডিজ সফরের বাংলাদেশ ‘এ’ দল গঠনের জন্য প্রস্তুতি ম্যাচ আয়োজন করবে বিসিবি। আগামী মাসেই ‘এ’ দল যাবে ক্যারিবিয়ানে। সেই দলে জায়গা পাওয়ার আশা করছেন আল-আমিন। তিনি বলেন, ‘সামনে ‘এ’ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর আছে। এখন এটা নিয়ে চিন্তা করছি না। স্কিল ক্যাম্পের পর প্রস্তুতি ম্যাচ আছে। নির্বাচকরা সুযোগ দিলে চিন্তা করা যাবে।’
-নট আউট/এমজেএ/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: