অ্যান্টিগায় সাকিবের ভাবনার বাস্তব রূপ
প্রকাশিত: ১৭ জুন ২০২২ ০৭:৫৩

নট আউট ডেস্ক: দীর্ঘ চার বছর পর উইন্ডিজে টেস্ট সিরিজ খেলতে নেমে আরেকবার ছন্নছাড়া টিম বাংলাদেশ৷ টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে কেমার রোচের বোলিং তোপে পড়ে টাইগারদের টপ অর্ডার৷
ইনিংসের দ্বিতীয় বল এবং নিজের প্রথম বলেই রান শূন্য অবস্থায় সাজঘরে ফিরেন তরুণ মাহমুদুল হাসান জয়৷ এরপর একই সংখ্যায় মাঠ ছাড়েন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক৷ তামিম কিছুটা প্রতিরোধের প্রচেষ্ঠা চালালেও শেষ অবধি থেমেছেন ২৯ রানে৷ শুরুর এক ঘন্টা ব্যাটিং করা কঠিন হবে তা অবশ্য টস পর্বে বলেছেন সাকিব আল হাসান৷
ম্যাচে টস জয় কতটা গুরুত্বপূর্ণ ছিল তা দুই দলনেতার কথায় ফুটে উঠেছে৷ টস জয়ের পর স্বাগতিক অধিনায়ক ব্রেথওয়েট বলেন, উইকেটে কিছুটা ময়শ্চার আছে। আমরা এটা ব্যবহার করতে চাই। ফাস্ট বোলিং ইউনিট হিসেবে আমাদেরকে শৃঙ্খলার মধ্যে থাকতে হবে।
প্রথমে বোলিং করার পরিকল্পনা ছিল সাকিব বাহিনীর তা স্পষ্ট টস হারের পর৷ সাকিব বলেন, আমরাও বোলিং করতাম। প্রথমে ব্যাটিং করা নিয়ে আমরা সমস্যা নেই। ভালো উইকেট মনে হচ্ছে। প্রথম ঘন্টা হয়তো খুব কঠিন হবে। আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং কঠিন সময়ে ব্যাটিং করে যেতে হবে।
সাকিবের ভাবনা সঠিক হলেও সঠিক ভাবে কাজ করতে পারেনি কেউই৷ ফলে প্রথম সেশনে ব্যর্থতার ষোলকলা পূর্ণ হওয়ার আগেই মিরাজকে নিয়ে ধাক্কা সামলানোর সর্বোচ্চ চেষ্ঠায় অধিনায়ক সাকিব৷ এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংগ্রহ ৬ উইকেটে ৭১ রান৷
নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: