বাংলাদেশের মুখ থুবড়ে পড়ার দিনে উইন্ডিজ পিছিয়ে ৮ রানে
প্রকাশিত: ১৭ জুন ২০২২ ১৬:১৩

নট আউট স্টাফ: দীর্ঘ চার বছর পর উইন্ডিজে বাংলাদেশ৷ পূর্ণাঙ্গ সফরের শুরুটা লাল বলের ক্রিকেট দিয়ে৷ যেটিতে বাংলাদেশ রয়েছে সবচেয়ে বাজে অবস্থায় এবং দেশটিতে সর্বশেষ সফরে ৪৩ রানে অলআউট হওয়ার মলিন স্মৃতি৷ আফ্রিকা থেকে ঘরের মাঠের ব্যর্থতার পরেও অধিনায়ক বদলে যতটুকু আশা ছিল তা মোটেও প্রতিফলন হয়নি মাঠে৷ ৬ ব্যাটারের রান শূণ্য আউটে বাংলাদেশের সংগ্রহ মাত্র ১০৩৷ ধ্বংসের শুরুটা হয়েছিল শেষ সময়ে দলে যোগ দেওয়া কেমার রোচের হাত ধরে৷
টস জিতে ফিল্ডিং নেওয়া উইন্ডিজ নেতা টস পর্বে বলেছিলেন তুলতে চান সুবিধা৷ শেষ পর্যন্ত তাই হয়েছে৷ পিচ যেন মরণাস্ত্র, বল বুঝতে ব্যর্থ জয়, শান্ত, মুমিনুলরা৷ সহ-অধিনায়ক লিটন টিকতে পারেননি বেশিক্ষণ, আশা জাগিয়ে আউট হয়েছেন মাত্র ১২ রানে৷ একই পথের পথিক মিরাজের সংগ্রহ ২ রান৷ তামিমেম ২৯ আর সাকিবের ৫১ বাদে বলার কিংবা লেখার মত খুব একটা কিছু করতে পারেনি টাইগার ব্যাটাররা৷ এক কথায় বাকিদের নিয়ে আলোচনা করা এক প্রকার বিলাসিতা৷
দিনের প্রথম দেড় সেশনে বাংলাদেশকে অলআউট করে হাসি মুখে স্বাগতিকরা মাঠ ছাড়লেও মুস্তাফিজ ইবাদতদের বোলিং তোপে পড়েছিল দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেল৷ প্রথম পাঁচ ওভারে করতে পারেনি কোন রান৷ দিনের শেষ অবধি ৪৮ ওভার খেলে তুলতে পেরেছে মাত্র ৯৫ রান৷ যদিও হারিয়েছে মাত্র দুই উইকেট৷ তবুও বাংলাদেশের থেকে পিছিয়ে ৮ রানে৷
ব্যাটিংয়ে ছন্নছাড়া বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটে উঠেছে ফিল্ডিংয়ে৷ এক ব্রাথওয়েট জীবন পেয়েছে দুইবার৷ প্রথমবার ব্যক্তিদত ১৬ রানে মুস্তাফিজুরের বলে স্লিপে থাকা নাজমুল হোসেন শান্ত ও থার্ড স্লিপে থাকা লিটন দাসের কেউই করতে পারেননি তালুবন্দি৷ এছাড়াও ইনিংসের তৃতীয় ওভারেও একবার জীবন পেয়েছিলেন এই ব্যাটার। মুস্তাফিজের করা সেই বলে লেগ সাইডের বাইরে খেলতে চেয়েছিলে ব্র্যাথওয়েট। তবে বল চলে গিয়েছিল গালিতে। সহজ ক্যাচ নিতে পারেননি মুমিনুল হক। দিন শেষে অপরাজিত ৪২ রানে৷ বোলারদের গতি সুইং মোকাবেলা করেছেন ১৪৯ বল৷
১৬ মাস পর খেলতে নামা মুস্তাফিজুর এদিন চমক দেখিয়েছেন দারুণভাবেই৷ করেছেন ১২ ওভার যেখানে রান শূণ্য ওভার ৬ টি৷ রান দিয়েছেন মোটে ১০৷ ঝুলিতে উইকেট সংখ্যা ১টি৷
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ- ১০৩/১০ (৩২.৫ ওভার) (তামিম ২৯, লিটন ১২, সাকিব ৫০, এবাদত ৩; সেলেস ৩/৩৩, জোসেফ ৩/৩৩, রোচ ২/২১)
ওয়েস্ট ইন্ডিজ- ৯৫/২ (৪৮ ওভার) (ব্র্যাথওয়েট ৪২*, ক্যাম্পবেল ২৪, বোনার ১২*; মুস্তাফিজ ১/১০, এবাদত ১/১৮)
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: