টানা ৯ ইনিংস দশের নিচে আউট মুমিনুল
প্রকাশিত: ১৯ জুন ২০২২ ০৭:৪৯

নট আউট ডেস্ক: ক্যারিয়ারের শুরুর ছন্দে বড় প্রভাব ফেলেছিল নেতৃত্ব এমনটিই ভাবা হয়েছিল মুমিনুল হককে নিয়ে৷ যার ফলে বোর্ড কর্তারা চেয়েছিলেন ব্যাটার মুমিনুলকে, মুমিনুল নিজেও রানে ফিরতে তুলে রেখেছেন নেতৃত্বের দায়িত্ব৷ তবে খুব একটা লাভ হয়নি, বরং দিনশেষে ফলাফল শূণ্য৷ উইন্ডিজে প্রথম ইনিংসে শূণ্য রানে আউটের পর দ্বিতীয় ইনিংসে আউট ৪ রানে৷
সময়টা মোটেও ভালো যাচ্ছে না এই বামহাতি ব্যাটারের৷ সর্বশেষ ৯ ইনিংসে নিজের ব্যক্তিগত সংগ্রহকে রূপ দি়তে পারেনি দুই সংখ্যায়৷ যার অর্থ দাঁড়ায় দশের নিচে আউট হয়েছেন প্রতিবার৷
বাংলাদেশের হয়ে সাদা পোষাকে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক মুমিনুল নিজেকে ফিরে পেতে মরিয়া হলেও কোনভাবেই হচ্ছে না দারুণ কিছু৷ কবে ফিরবে রানে সেটির উত্তর ভবিষ্যতের জন্য তুলে রাখা যাক৷
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৪ ওভার শেষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৫ উইকেটে ১০৫ রান।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: