ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

পাপনের ফোনে টেস্ট দলে অন্তর্ভুক্তির খবর পেলেন শরীফুল

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২১ জুন ২০২২ ০৫:২৫

দ্বিতীয় টেস্টের দলে ডাক পেলেন শরিফুল। ছবি: বিসিবি দ্বিতীয় টেস্টের দলে ডাক পেলেন শরিফুল। ছবি: বিসিবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ কাজটা মূলত নির্বাচকদের। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ, টিম ম্যানেজমেন্টের কেউও করতে পারেন। সবাইকে বাদ দিয়ে ক্রিকেট অনুরাগী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনই নাকি ফোন করেছেন শরীফুল ইসলামকে। ওয়েস্ট ইন্ডিজ সফরের দ্বিতীয় টেস্টের দলে ডাক পাওয়ার খবরটা এ তরুণকে জানিয়েছেন বোর্ড সভাপতি।

সোমবার মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শরীফুল এ তথ্য জানিয়েছেন। সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ দলে যোগ দিতে সোমবার রাতেই দেশ ছাড়ছেন বাঁহাতি এ পেসার। 

অবশ্য আঙুলের ইনজুরি কাটিয়ে উঠার পর মিরপুর স্টেডিয়ামে ওয়ানডে, টি-২০’র জন্যই অনুশীলন করছিলেন শরীফুল। কিন্তু হুট করেই টেস্ট দলে যোগ দিতে ক্যারিবিয়ানে যেতে হচ্ছে তাকে।

গতকাল রাতেই বিসিবি সভাপতির ফোনে টেস্ট দলে সুযোগ পাওয়ার খবরটা পেয়েছেন এ তরুণ ক্রিকেটার। আজ বিসিবি একাডেমির সামনে শরীফুল বলেছেন, ‘কালকে রাতে জেনেছি। পাপন স্যার ফোন দিয়েছিলেন। আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম। পেছনের গল্প বলতে, পাপন স্যার ফোন দিয়ে বললেন। তো আমি বললাম, জ্বী স্যার যাবো।’

ডাক পেলেও টেস্ট সিরিজ নিয়ে হোম ওয়ার্ক করা হয়নি শরীফুলের। সোমবার বাঁহাতি এ পেসার বলেন, ‘(হোমওয়ার্ক করার সময়) আসলে এখনও পাইনি। যাওয়ার পর হয়তো।’

তবে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলতে যাওয়ার সুযোগ পেয়েই বেশ রোমাঞ্চিত ২১ বছর বয়সী এ ক্রিকেটার। তিনি বলেছেন, ‘খুব রোমাঞ্চিত। খুব ইচ্ছে ছিল ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলার। যাচ্ছি এখন। দেখা যাক যাওয়ার পরে কী হয়।’

অ্যান্টিগা টেস্ট দেখেই ক্যারিবিয়ানে বোলিংয়ের একটা ধারণা পেয়েছেন শরীফুল। তিনি বলেন, ‘আমি যা দেখেছি, ওইখানে বল জায়গায় করলেই সুবিধাটা পাওয়া যাচ্ছে। ওদের ক্ষেত্রেও, আমাদের ক্ষেত্রেও। চেষ্টা করবো লাইন ও লেংন্থ ঠিক রেখে বোলিং করার।’

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।