দুইয়ে উঠলেন সাকিব, সামনে কেবল জাদেজা
প্রকাশিত: ২৩ জুন ২০২২ ০১:৫৪

নট আউট ডেস্কঃ সাদা পোশাকে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। একের পর এক টেস্টে হচ্ছে টাইগারদের ভরাডুবি। অবশ্য এর বড় দায় নিতে হবে টপ অর্ডারকেই। একের পর এক সিরিজে টাইগার টপ অর্ডার ধরে রেখেছে নিজেদের ব্যর্থতায়।
সদ্য সমাপ্ত অ্যান্টিগা টেস্টেও বদলায়নি চিত্র। ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ইনিংসে ১০৩ রানে গুটিয়ে যাওয়ার পর, দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ তুলতে পারে ২৪৫ রান। এতে আবার একাই বিরাট অবদান রাখেন নয়া কাপ্তান সাকিব আল হাসান।
দুই ইনিংসে টাইগার ব্যাটাররা ব্যর্থ হলেও ব্যতিক্রমী ছিলেন এক সাকিব। চাপের মুহুর্তে দুই ইনিংসেই হাঁকিয়েছেন হাফ সেঞ্চুরি। এবার অ্যান্টিগা টেস্টে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট ফরম্যাটের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন তিনি। তাতেই উঠে এসেছেন দুইয়ে। পেছনে ফেলেছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে। সাকিবের সামনে আছে কেবল ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজেও ব্যাট-বলে উজ্জ্বল ছিলেন সাকিব। এরপর ক্যারিবিয়ানে দারুণ পারফর্ম করে টপকেছেন হোল্ডার ও অশ্বিনকে। বর্তমানে ৩৪৬ রেটিং পয়েন্ট অর্জন করে দুইয়ে আছেন সাকিব। অন্যদিকে ৩৮৫ রেটিংয়ে অনেকটাই এগিয়ে টেবিলের চূড়ায় অবস্থান করছেন রবীন্দ্র জাদেজা।
-নট আউট/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: