সেন্ট লুসিয়া, ১৮ বছর আগের স্মৃতি রোমন্থনে পাইলট

প্রকাশিত: ২৪ জুন ২০২২ ০৫:৪৭

নট আউট ডেস্ক: উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ২৪ জুন (শুক্রবার) সেন্ট লুসিয়ায় মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল৷ লালবলের ক্রিকেটে বাংলাদেশ যখন যাত্রা শুরু করেছিল তার বছর দুয়েক পরেই এই মাঠেই সফলতার এক গল্প রয়েছে নবাগত টাইগারদের৷ যেটি অনেকের জানা আবার অনেকে হয়তো জানেন না৷ তামিম-সাকিবদের ম্যাচের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৮ বছর আগের স্মৃতি রোমন্থনে পাইলট৷
সেই ম্যাচের স্মৃতি নিয়ে নিজের ফেসবুক পেজে পোষ্ট করেছেন৷ পাইলট লিখেন- স্মৃতিতে সেন্ট লুসিয়া টেস্ট (২০০৪ সাল) বিদেশের মাটিতে টেস্টে বরাবরই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি আমরা। তবে, ২০০৪ সালের সেন্ট লুসিয়া টেস্টের গল্পটা একটা ভিন্ন। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছিলাম আমরা। প্রথম ইনিংসে হাবিবুল বাশার সুমন আর মোহাম্মদ রফিকের সেঞ্চুরিতে ৪১৬ রান তুলেছিলাম। জবাব দিতে নেমে ৩৫২ রানে অলআউট ক্যারিবিয়ানরা। আ হা, ক্যারিবিয়ানদের বিপক্ষে লিড নেয়ার সে কি আনন্দ!
তিনি আরও লিখেন- মনে আছে উইকেটের পেছনে থেকে ব্রায়ান লারা আর শিবনারায়ন চন্দরপলের ক্যাচ নিয়েছিলাম।
এছাড়াও পাইলট লিখেছেন- ৬৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার মুগ্ধতা এখনো টের পাই। শেষদিকে মোহাম্মদ রফিক আর তাপসের সঙ্গে দারুণ দুটি পার্টনারশিপ হয়েছিলো আমার। ৩৩৫ রানে এগিয়ে থেকে ইনিংস ঘোষনা। ১০৩ রানে অপরাজিত ছিলাম আমি। আমার ক্রিকেট জীবনের অন্যতম সেরা অর্জন সেন্ট লুসিয়া টেস্ট, ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ড্র করেছিলো বাংলাদেশ।
সাকিবদের দ্বিতীয় ম্যাচ নিয়ে পাইলট লিখেছেন- আবার সেন্ট লুসিয়া টেস্ট, ঘুরে দাঁড়ানোর মঞ্চ সাকিব আল হাসানের বাংলাদেশের জন্য।
অনেক শুভ কামনা রইলো প্রিয় উত্তরসুরীরা। দারুণ কিছুর আশা নিয়ে টি স্পোর্টসের পর্দায় চোখ রাখবো ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টে।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: